Advertisement
Advertisement

মাত্রারিক্ত ওষুধের জের, হাসপাতাল থেকে বেরিয়ে কুয়োয় ঝাঁপ রোগীর

স্থানীয়দের তৎপরতায় প্রাণে বেঁচেছেন তিনি৷

Bankura:  patient goes out from govt hospital and jumps in well
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 3, 2018 3:16 pm
  • Updated:August 3, 2018 3:16 pm

টিটুন মল্লিক, বাঁকুড়া: মাত্রারিক্ত ওষুধে মানসিক ভারসাম্যহীনতা৷ সকলের অলক্ষ্যে হাসপাতাল থেকে বেরিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন এক রোগী৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া শহরে৷ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ মাত্রারিক্ত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার যে ওই রোগী সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারিয়েছেন, সেকথা জানিয়েছেন খোদ হাসপাতালের সুপার গৌতম নারায়ণ সরকারই৷

[বজবজে ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চলল গুলি, গুরুতর জখম ১]

Advertisement

ঘটনাটি ঠিক কি? বাঁকুড়ার সদর ব্লকের জামবনি গ্রামের বাসিন্দা বছর পঞ্চান্নের সমীর ঘোষাল৷ পেশায় তিনি কৃষক৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, গত বুধবার জমিতে কীটনাশক ছড়ানোর মেশিনটি সারাচ্ছিলেন তিনি৷ অসাবধানতায় কীটনাশক চলে যায় পেটে৷ সেদিন ওই বৃদ্ধাকে ভরতি করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে৷ বুধবার ও বৃহস্পতিবার রাতে হাসপাতালে ছিলেন বাড়ির লোকেরা৷ শুক্রবার সকালে সকলেই বাড়ি ফিরে যান৷ সমীরবাবুও হাসপাতালে থেকে বেরিয়ে পড়েন বলে জানা গিয়েছে৷

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ন’টা নাগাদ কর্মীরা দেখেন, বেডে নেই সমীর ঘোষাল৷ ততক্ষণে বাঁকুড়া শহরের রামমোহন কলোনিতে চলে গিয়েছেন ওই বৃদ্ধ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকার একটি বাড়িতে ঢুকে পড়েছিলেন সমীরবাবু৷ ওই বাড়ি তখন এক বৃদ্ধা ছাড়া আর কেউ ছিলেন না৷ ভয়ে তিনি ঘরের দরজা-জানলা বন্ধ করে দেন৷ শেষপর্যন্ত, বাড়ির পিছনে গিয়ে কুয়োর ঝাঁপ দেন সমীর ঘোষাল৷ ওই বৃদ্ধার চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা৷ কোনওমতে সমীরবাবুকে কুয়ো থেকে উদ্ধার করা হয়৷ খবর দেওয়া হয় পুলিশে৷ সমীর ঘোষালকে ফের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে  নিয়ে যায় পুলিশ৷ বাঁকু়ড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার গৌতম নারায়ণ সরকার জানিয়েছেন, মাত্রারিক্ত ওষুধ প্রয়োগ করলে অনেক সময় সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারান রোগী৷ সমীর ঘোষালের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে৷

[ কোচবিহারে ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement