অভিযুক্ত ফরিদুল রহমান ভুঁইয়ার দোকান ও বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। ছবি-অসিত রজক
অসিত রজক, বাঁকুড়া: পুকুর সংস্কারকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ! ভাইয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে। প্রাণে বাঁচতে পাশের পুকুরে ঝাঁপ ভাইয়ের। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে ভয়াবহ ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুরে। অভিযুক্তের বাড়ি ও দোকানঘর ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কোতুলপুর থানার গোপীনাথপুর অঞ্চলের সাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা ফরিদুল রহমান ভুঁইয়া ও হাসিফুল রহমান ভুঁইয়া। তাঁরা সম্পর্কে খুড়তুতো ভাই। রবিবার পুকুর থেকে মাটি কাটাকে কেন্দ্র করে দুই খুড়তুতো ভাইয়ের মধ্যে তীব্র বিবাদ শুরু হয়। অভিযোগ, বাদানুবাদের সময় ফরিদুল পেট্রোল নিয়ে এসে হাসিফুলের গায়ে আগুন ধরিয়ে দেয়। প্রাণে বাঁচতে পুকুরের পাঁকে ঝাঁপ দেন হাসিফুল। গুরুতর জখম হাসিফুলকে উদ্ধার করে স্থানীয় গোগড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় পরে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে অভিযুক্ত ফরিদুল ওরফে বাপনের দোকান ও বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে বিষ্ণুপুরের এডিশনাল এসপি (গ্ৰামীন) মকসুদ হাসান বলেন, “দুটি পরিবারের পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে পেট্রোল দিয়ে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে আহতের শরীরের ৩৫ থেকে ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। ফরিদুল রহমান ভুঁইয়াকে চিহ্নিত করেছি। এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ হলেই আমরা তাঁকে গ্রেপ্তার করব।” গুরুতর আহত হাসিফুল রহমানের মা বলেন, পেট্রোলের বোতল নিয়ে এসেছিল। ছেলের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুন নেভাতে ছেলে পাকে ঝাঁপ দেয়। তারপরই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.