Advertisement
Advertisement

পরীক্ষাকেন্দ্রে উত্তর না বলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের উপর হামলা পড়ুয়াদেরই

এক পরীক্ষাকেন্দ্রে দুই স্কুলের পড়ুয়াদের মধ্যে বেদম সংঘর্ষ।

Bankura: Madhyamik exmainee attacked outiside examination centre
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 18, 2018 10:46 am
  • Updated:August 16, 2019 12:52 pm  

টিটুন মল্লিক, বাঁকুড়া:  পরীক্ষার হলে উত্তর বলে দিয়ে বন্ধু বা সহপাঠীদের সাহায্য করার রেওয়াজ নতুন নয়। ছাত্রমহলে এই রেওয়াজ ‘হল কালেশন’ নামে পরিচিত। তবে সব পরীক্ষার্থীই যে অন্যদের উত্তর বলে দেয় বা দেবে, এমন ভাবার কারণ নেই। কিন্তু, পরীক্ষা হলে সাহায্য না করায় বাঁকুড়া জেলা স্কুলের পরীক্ষার্থীদের মারধরের ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ায়। শনিবার  ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের গোয়েঙ্কা বিদ্যায়তন স্কুলে। ১০ জন মাধ্যমিক পরীক্ষার্থী জখম হয়েছে। ঘটনায় রীতিমতো ক্ষুদ্ধ অভিভাবকরা। পরীক্ষাকেন্দ্র বদলের দাবি তুলেছেন তাঁরা। এই ঘটনা নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি গোয়েঙ্কা বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক বাণেশ্বর হাঁসদা। বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শক পঙ্কজ সরকারের প্রতিক্রিয়া, ‘ঘটনার খবর পেয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে সবিস্তারে রিপোর্ট পাঠানো হয়েছে।’

[হোয়াটসঅ্যাপ-ফেসবুকে ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র, মালদহে চাঞ্চল্য]

Advertisement

সাধারণভাবে মাধ্যমিক পরীক্ষায় একটি পরীক্ষাকেন্দ্রে একাধিক স্কুলের সিট পড়ে। এবছর বাঁকুড়া শহরের গোয়েঙ্কা বিদ্যায়তন স্কুলে পরীক্ষা দিচ্ছে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় ও বাঁকুড়া জেলা স্কুলের পরীক্ষার্থীরা। গণ্ডগোলের সূত্রপাত্র শুক্রবার, ভুগোল পরীক্ষার দিন। জানা গিয়েছে, পরীক্ষা চলাকালীন বঙ্গ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা, বাঁকুড়া জেলা স্কুলের পরীক্ষার্থীদের কাছে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল। কিন্তু, অন্য স্কুলের পরীক্ষার্থীদের সাহায্য করেনি বাঁকুড়া জেলা স্কুলের পরীক্ষার্থীরা। সেদিনের পরীক্ষা নির্বিঘ্নেই মিটেছিল। শনিবার ছিল ভৌতবিজ্ঞান পরীক্ষা। অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে বাঁকুড়া জেলা স্কুলের পরীক্ষার্থীদের উপর চড়াও হয় বঙ্গ বিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের বেধড়ক মারধর করা হয়। দশ মাধ্যমিক পরীক্ষার্থী আহত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় গোয়েঙ্কা বিদ্যালয়তন স্কুলের বাইরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ সামনে এই ঘটনায় ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাঁকুড়া জেলা স্কুলের পরীক্ষার্থীদের নানাভাবে বিরক্ত করছে অন্য স্কুলের পরীক্ষার্থীরা। জেলা স্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র বদল করার দাবি তুলেছেন তাঁরা। গোয়েঙ্কা বিদ্যায়তন স্কুলে বাঁকুড়া জেলা স্কুল, বঙ্গ বিদ্যালয় ছাড়া পরীক্ষা দিচ্ছে বাঁকুড়া মিউনিসিপাল হাইস্কুল ও ছাতনা বাসুদেব হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরাও।

[মাকে দাহ করে মাধ্যমিকে ছাত্র, তবু মিলল না বাড়তি সময়]

বাঁকুড়া জেলা স্কুলের পরীক্ষার্থীদের উপর হামলার ঘটনা নিয়ে অবশ্য মুখ খোলেননি গোয়েঙ্কা বিদ্যালয়ন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানেশ্বর হাঁসদা। তবে বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শক পঙ্কজ সরকারের জানিয়েছেন, ‘ঘটনার খবর পেয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে সবিস্তারে রিপোর্ট পাঠানো হয়েছে।‘

[লক্ষ্য মাধ্যমিক পাশ, তাই চালকের আসনে বসেই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement