Advertisement
Advertisement

ধনতেরাসই পাখির চোখ বাঁকুড়ার সোনা ব্যবসায়ীদের

দাম বাড়ায় বিক্রিতে ভাটা।

Bankura:  Gold merchants are waiting for dhanteras

ছবি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়।

Published by: Shammi Ara Huda
  • Posted:October 28, 2018 5:57 pm
  • Updated:October 28, 2018 5:57 pm  

টিটুন মল্লিক,বাঁকুড়া: সামনেই দীপাবলি ও ধনতেরাস। কিন্তু এ সময় অন্যান্য বছরগুলিতে বাঁকুড়ার সোনার দোকানগুলিতে ভিড় উপচে পড়ে। এবছর সেখানে হাতে গোনা লোকজনের চলাচল। তাই ধনতেরাস এগিয়ে এলেও ভিড় না হওয়ায় আক্ষেপ করছেন ব্যবসায়ীরা। জ্বালানীর মতো মহার্ঘ্য হচ্ছে সোনাও। শুক্রবার পাকা সোনা ২৮ ক্যারেটের দাম ছিল ৩২ হাজার টাকা। ব্যবসায়ীদের দাবি, সোনা নিয়ে এখনও তেমন আগ্রহ দেখাচ্ছেন না স্থানীয়রা। ফলে কেনাবেচায় মন্দা যাচ্ছে।

স্থানীয় সূত্রের খবর, বাঁকুড়ায় সোনার বাজারে চলতি বছরের গোড়া থেকেই বিক্রির হার কম। দিনের পর দিন সোনার দাম বেড়ে যাওয়াতেই এই অবস্থা বলে দাবি ব্যবসায়ীদের। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে ডলার পিছু টাকার দাম পড়ে যাওয়ার জন্য বেড়েছে সোনার দাম। সেই মূল্যবৃদ্ধির আঁচ পাচ্ছেন বাঁকুড়া শহরের স্বর্ণ ব্যবসায়ীরাও।

Advertisement

[বাইক রেসিং করতে গিয়ে দুর্ঘটনা, ৬ নম্বর জাতীয় সড়কে মৃত্যু যুবকের]

বাঁকুড়া শহরে প্রায় ডজন খানেক বড় সোনার শোরুম রয়েছে। ছোট আর মাঝারি মিলিয়ে প্রায় শ’তিনেক কারিগর এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু জেলার মধ্যে  এত বড় সোনার বাজার হওয়া সত্ত্বেও সম্প্রতি সোনার ব্যবসায় ভাঁটা পড়েছে। রতনকুমার দাস নামে এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, গোটা পুজোর মরশুম চলে গেল। তেমন সোনার গয়না বিক্রি হয়নি। অথচ বাঁকুড়ার বাজারে প্রতি বছর পুজোর মরশুমে কোটি কোটি টাকার সোনার লেনদেন হয়। এবছর সেই বিক্রিতেই ধাক্কা লাগল। উল্লেখ্য, আগামী পাঁচ নভেম্বর দীপাবলি উপলক্ষে ধনতেরাস অনুষ্ঠিত হতে চলেছে। ব্যবসায় মন্দা থাকলেও তার আগে সোনা আর হিরের আংটি, হার বানানোয় ব্যস্ত কারিগররা। এতসবের পরেও মেয়ের বিয়ে দেওয়ার জন্য সারেঙ্গা থেকে বাঁকুড়া শহরে সোনা কিনতে এসেছিলেন রাজদীপবাবু। তাঁর কথায়, সামনেই পরিবারে বিয়ের অনুষ্ঠান রয়েছে। তাই কিছু গয়না বানাতে হবে। তাই বাধ্য হয়ে এখন বেশি দামে  গয়না কিনতে হচ্ছে। ব্যবসায় মন্দার হাল মেনে নিয়েছেন বাঁকুড়ার স্বর্ণ ব্যবসায়ীরা। তবে তাঁদের আশা, ধনতেরাসে বিক্রি বাড়বে। এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন শহরের স্বর্ণ ব্যবসায়ীরা।  

লক্ষ্মীপুজো মিটতেই ফের দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বেনাগ্রাম, পাকড়াও ৪  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement