Advertisement
Advertisement

Breaking News

প্রতারণা

প্রেমিকের অ্যাকাউন্টে ৪৬ লক্ষ টাকা ট্রান্সফার করে বেপাত্তা ব্যাংকের অস্থায়ী কর্মী!

শোরগোল বহরমপুরে।

Bank employee illegally transfers money to her boyfriend's account
Published by: Tanumoy Ghosal
  • Posted:May 9, 2019 6:11 pm
  • Updated:May 9, 2019 6:11 pm  

কল্যাণ চন্দ, বহরমপুর: ৪৬ লক্ষ টাকা! প্রেমিকের অ্যাকাউন্টে বেআইনিভাবে ট্রান্সফার করে বেপাত্তা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের এক অস্থায়ী কর্মী। শোরগোল বহরমপুরে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

[ আরও পড়ুন: বাড়ি থেকে উদ্ধার প্রৌঢ়ের গলাকাটা দেহ, চাঞ্চল্য বারাকপুরে]

একসময়ে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের নেত্রী ছিলেন। ২০১১ সালে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের খাগড়া শাখায় অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পান পিয়ালী দাস। তাঁর বাড়ি বহরমপুর শহরের কাশিমবাজারে। ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ঘাগড়া শাখায় একটি ফিক্সড ডিপোজিট করেছেন পিয়ালীর প্রেমিক। সেই ফিক্সড ডিপোজিটের মেয়াদ এখনও পূর্ণ হয়নি। অথচ গত কয়েক মাস ধরে দফায় দফায় প্রেমিকের অ্যাকাউন্টে প্রায় ৪৬ লক্ষ টাকা ট্রান্সফার করে দিয়েছেন পিয়ালী। সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ম্যানেজার সৌমেন সরকার জানিয়েছেন, প্রতারণার ঘটনা জানাজানি হওয়ার পর থেকে আর ব্যাংকে আসছেন না পিয়ালী। তাঁর সঙ্গে যোগযোগও করা যাচ্ছে না। বহরমপুর থানায় ওই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে প্রতারণার এফআইআর করেছে কেন্দ্রীয় সমবায় ব্যাংক কর্তৃপক্ষ। পিয়ালী দাস ও তাঁর প্রেমিককে খুঁজছে পুলিশ। এদিকে অভিযুক্ত দলের যুব সংগঠনের নেত্রী ছিলেন ঠিকই। তবে এখন আর দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে সিপিএমের স্থানীয় নেতৃত্ব।

Advertisement

[ আরও পড়ুন:  ‘দারুণ অগ্নিবাণে’ পুড়ছে রাজ্য, পারদ আরও চড়ার পূর্বাভাস হাওয়া অফিসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement