Advertisement
Advertisement

Breaking News

Bangladeshi

বাংলাদেশি নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, বনগাঁ সীমান্তে ধৃত দালাল-সহ ৪ ভারতীয় যুবক

পালিয়ে প্রাণে বাঁচে আরও দুই নাবালিকা।

Bangladeshi minor girl lured in India by traffickers, dignity mauled, four arrested | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 19, 2023 12:56 pm
  • Updated:August 19, 2023 12:59 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কাজের সন্ধানে ভারতে (India) আসার ইচ্ছাপ্রকাশ করেছিল। তারপর দালালের মাধ্যমে চোরাপথে ভারতে এসেছিল বাংলাদেশের তিন নাবালিকা৷  তাদেরই একজনকে গণধর্ষণের  (Gangrape) অভিযোগে দালাল-সহ চার যুবককে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাগদা থানার মন টোপলা এলাকায়৷ শনিবার সকালে ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বনগাঁ (Bongaon) মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ৷

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সনোজ বৈরাগী, প্রমথ মণ্ডল, হিরো দাস ও প্রদীপ বিশ্বাস। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার ভারতে প্রবেশ করার পরই দালালদের সম্ভ্রমহানির শিকার হয় এক নাবালিকা (Teenagers)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতায় কাজ দেওয়ার জন্য বাংলাদেশি (Bangladeshi) এক দালালের হাত ধরে তিন নাবালিকাকে বাগদা থানার রনঘাট এলাকায় নিয়ে আসা হয়েছিল। অভিযোগ, এরপর কলকাতায় (Kolkata) নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ভারতীয় দালাল প্রমথ মণ্ডল ওরফে পরী ওই তিন নাবালিকাকে রাতের অন্ধকারে মনটোপলা এলাকায় একটি মুরগির ফার্মে নিয়ে আসে। তিন বন্ধুকে ওই মুরগির ফার্মে ডেকে নেয় পরী। সেখানে মদ্যপ অবস্থায় এক নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷ বাকি দুই নাবালিকা পালিয়ে যায়৷

Advertisement

[আরও পড়ুন: চাইলেই ভাড়াটেদের সরানো যাবে না, পাবেন নতুন বাড়িতে জায়গাও, নয়া আইন পুরসভার]

নিগৃহীতা নাবালিকা ও তার দুই বন্ধুর চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন। তাঁরাই অভিযুক্ত চার যুবকের মধ্যে দু’জনকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগদা থানার পুলিশ। ধৃতদের জেরা করে রাতেই তল্লাশি চালিয়ে আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার (Arrest) করে পুলিশ। শনিবার ওই চার অভিযুক্ত যুবককে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে।

[আরও পড়ুন: বিমানসেবিকার পায়ের ফাঁক দিয়ে অন্তর্বাসের ছবি তুললেন যাত্রী, ধরা পড়তেই যা হল…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement