ধৃত বাংলাদেশি ও ভারতীয় দালাল।
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতে ফের অনুপ্রবেশ। ‘প্রাণ বাঁচাতে’ চোরাপথে ভারতে এসে গাইঘাটায় পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এক ভারতীয় দালালকেও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আবির বিশ্বাস বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা। গাইঘাটা থানার পুলিশ খবর পেয়ে দোগাছিয়া বাজার থেকে আবিরকে আটক করে। ধৃত বাংলাদেশি ভারতে প্রবেশ করার বৈধ কোনও নথি দেখাতে পারেননি। তারপরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কী করে ওপার বাংলা থেকে আবির ভারতে প্রবেশ করলেন? জেরায় তিনি পুলিশকে জানিয়েছেন, গাইঘাটা থানার বাসিন্দা আলম ফকির নামে এক ভারতীয় দালাল মারফত তিনি এদেশে অনুপ্রবেশ করেন। তথ্য পেয়ে পুলিশ ওই দালালকেও গ্রেপ্তার করে।
বাংলাদেশের হাসিনা সরকারের পতন ও হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর সে দেশের পরিস্থিতি আরও বিগড়েছে। বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই আবহে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে অনেকেই ভারতে চলে আসছেন। সেই সুযোগে মানবপাচারকারী চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। এই আবহে অনুপ্রবেশকারী ও দালাল দুজনই গ্রেপ্তার হলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.