সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় অভিনেতা তিনি। এদেশেও বেশ কয়েকটি বাংলা ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করে এবার বিতর্কে জড়ালেন অভিনেতা ফিরদৌস। ভিনদেশের এক নাগরিক কীভাবে এদেশে ভোটপ্রচারে অংশ নিলেন, তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপিও। এনিয়ে বিতর্ক শুরু হতেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অবিলম্বে ফিরদৌসকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে বলে খবর।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে কামারহাটিতে ভোটপ্রচারে দেখা গেল ‘রানি রাসমণি’-খ্যাত বাংলাদেশি অভিনেতা গাজি আবদুন নূরকে। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা মদন মিত্র। এনিয়েও শুরু হয়েছে বিতর্ক৷
ঘটনার সূত্রপাত গত রবিবার। সেদিন বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর দিনাজপুরের হেমতাবাদ ও করণদিঘিতে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচার চলছিল। প্রচারে টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ ও পায়েল যেমন ছিলেন, তেমনই অংশ নিয়েছিলেন বাংলাদেশের অভিনেতা ফিরদৌসও। হুডখোলা জিপে রোড শো করাই শুধু নয়, জনসভায় তৃণমূল প্রার্থীর সমর্থনে ভাষণও দেন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। এদিকে আবার বিভিন্ন নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে, এ রাজ্যে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল চালু করতে দেবেন না। ফলে রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর হয়ে বাংলাদেশি অভিনেতার প্রচারের ঘটনা ভিন্ন মাত্রা পায়। নতুন সমীকরণের ইঙ্গিত দেখে বিজেপি নেতৃত্ব৷
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, উত্তর দিনাজপুরের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পরিকল্পনামাফিক বাংলাদেশের অভিনেতা ফিরদৌসকে প্রচারে কাজ লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। যা অবৈধ ও বেআইনি। ঘটনার জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। ফিরদৌস কীভাবে এদেশে লোকসভা ভোটের প্রচারে অংশ নিলেন, তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গড়েছে স্বরাষ্ট্রমন্ত্রকও। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন জানিয়েছে, লোকসভা ভোটের প্রচারে অংশ নিয়ে ঠিক কাজ করেননি ফিরদৌস। তাঁকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সন্ধের পর বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ ফিরদৌসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে৷ তাঁর বাণিজ্য ভিসা কেড়ে নেওয়া হয়েছে৷ অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশি অভিনেতাকে৷ এই মুহূর্তে তিনি ভারতে আসতে পারবেন না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.