Advertisement
Advertisement

পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে নতুন করে উত্তপ্ত ইসলামপুর, একাধিক বাসে আগুন

এলাকায় বিশাল পুলিশবাহিনী ও ব়্যাফ৷

Bangla Band: Violance spreads over Islampur again
Published by: Tanujit Das
  • Posted:September 26, 2018 1:10 pm
  • Updated:September 26, 2018 1:30 pm  

শংকরকুমার রায়: বিজেপির ডাকা বনধে বেলা গড়াতেই চূড়ান্ত উত্তেজনা ইসলামপুরে৷ কলেজ মোড়ে গন্ডগোল৷ বন্ধ দোকানপাট৷ যান চলাচল করছে না বললেই চলে৷ সকাল থেকেই রাস্তায় নেমেছেন বনধ সমর্থক বিজেপি কর্মীরা৷ একাধিক স্থানে বাস ভাঙচুর, বাসে আগুন লাগিয়ে দেওয়ার খবর পাওয়া যাচ্ছে৷ ৩১ নম্বর জাতীয় সড়কে বাস ভাঙচুর করা হয় ও আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক বাসে৷ পুলিশের সঙ্গে বনধ সমর্থকদের খণ্ডযুদ্ধ হয়৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়৷ পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছে বিশাল পুলিশ বাহিনী, ব়্যাফ৷ বনধ সমর্থনকারীদের হঠাতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ৷ বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ হয়৷ কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে ইসলামপুর-সহ বিস্তীর্ণ এলাকা৷ তীর-ধনুক হাতে বনধের সমর্থনে রাস্তায় নেমেছেন নিহত ছাত্র তাপস বর্মনের মা৷ পথ অবরোধ করে বিক্ষোভও দেখান তিনি৷

[বনধে স্বাভাবিক শিল্পাঞ্চল, প্রভাব নেই চা-বাগানেও]

Advertisement

দাঁড়িভিট হাইস্কুলে উর্দু শিক্ষক নিয়োগের ঘটনাকে গত বৃহস্পতিবার থেকেই রণক্ষেত্র হয়ে উঠেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর৷ সেখানেই গুলিতে মৃত্যু হয়েছে দুই ছাত্রের৷ মৃতদের নাম রাজেশ সরকার ও তাপস বর্মন। জখম ন’জনেরও বেশি। গ্রামবাসীদের স্পষ্ট অভিযোগ, দাঁড়িভিট স্কুলের নিরীহ ছাত্রদের উপরে গুলি চালিয়েছে পুলিশ৷ যদিও জেলা পুলিশের তরফে স্পষ্ট বিবৃতি জারি করে জানান হয় যে, তাদের পক্ষ থেকে গুলি চালানো হয়নি৷ কিন্তু পুলিশ কোনও বিবৃতিই মানতে নারাজ গ্রামবাসীরা৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতিমধ্যে সিবিআই তদন্তের দাবি তুলেছেন মৃত দুই ছাত্রের পরিবার ও গ্রামবাসীরা৷ এমনকী, মৃত দুই ছাত্রের দেহ দাহ না করে নদীর চড়ে পুঁতে রাত পাহারায় বসেন গ্রামবাসীরা৷

[বিজেপির বাংলা বনধে বিক্ষিপ্ত অশান্তি, ব্যাহত রেল চলাচল]

এই ঘটনাকে কেন্দ্র করেই আজ, বুধবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি৷ মিশ্র প্রতিক্রিয়া রাজ্যের অন্যান্য অংশে পড়লেও, ব্যাপক প্রতিক্রিয়া পড়েছে ইসলামপুরে৷ ডালখোলা, মল্লিকপুর, মিঠাপুর, রেলগেট-সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় বনধ সমর্থকরা পথ অবরোধ করেন৷ ৩১ নম্বর জাতীয় সড়কেও অবরোধের চেষ্টা করেন বিজেপি সমর্থকরা। শ্রীকৃষ্ণপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বনধ সমর্থনকারীদের৷ এছাড়া বনধ সমর্থকদের মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে বেশ কয়েকটি সরকারি বাসকে৷ এলাকায় রয়েছে বিশাল পুলিশবাহিনী৷ নেমেছে ব়্যাফ৷ দুপুরে ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে মিছিল করার কথা রয়েছে বিজেপিরও। অর্থাৎ একথা খুবই পরিষ্কার যে বনধের দিন গোটা রাজ্য রাজনীতির নজরে রয়েছে ইসলামপুর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement