Advertisement
Advertisement

Breaking News

সিগন্যালিংয়ের সমস্যায় ট্রেন বিভ্রাট বনগাঁ লাইনে, ভোগান্তিতে যাত্রীরা, চালককে মারধরের চেষ্টা!

ট্রেন চলাচল শুরু হলেও পরিষেবা স্বাভাবিক হয়নি।

Bangaon: Signal fault causes disturbance in rail service, passengers try to beat driver | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Subhajit Mandal
  • Posted:July 28, 2023 9:18 am
  • Updated:July 28, 2023 10:48 am  

সুব্রত বিশ্বাস: সাতসকালে শিয়ালদহ-বনগাঁ (Bangaon) কর্ড লাইনে ব্যাহত রেল পরিষেবা। যার জেরে ব্যাপক ভোগান্তির শিকার যাত্রীরা। এমনকী তিতিবিরক্ত হয়ে একটি ট্রেনের চালককে মারধরের চেষ্টার অভিযোগও উঠল এক যাত্রীর বিরুদ্ধে।

জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে পয়েন্ট সিগন্যালে গোলমালের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে যায়। বনগাঁ থেকে শিয়ালদাহগামী দিনের দ্বিতীয় ট্রেনটিই আটকে যায় বামনগাছি স্টেশনে। গোটা রুটের পরিষেবাই সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়। যার ফলে ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।

Advertisement

[আরও পড়ুন: বারাণসীর বিধবার সঙ্গে বৃহন্নলার প্রেম! প্রথম ঝলকেই চমকে দিল ‘সফেদ’]

এরই মধ্যে বামনগাছি স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় চালকের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে এক যাত্রীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর, ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ওই চালককে প্রথমে গালিগালাজ করে এক যুবক। তারপর তাঁকে মারধর করার চেষ্টা করে। যদিও ওই চালককে রক্ষা করেন অন্য যাত্রীরাই। তাঁরা আবার ওই যুবককে পালটা মারধর করেন বলে খবর। পরে রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[আরও পড়ুন: মৃত্যুর মুখোমুখি! গাছতলায় ঘুমিয়ে পড়া যুবকের জামায় ঢুকল গোখরো! প্রকাশ্যে ভিডিও]

এদিকে প্রায় ঘণ্টাদু’য়েক বাদে সিগন্যাল সমস্যা মিটিয়ে বনগাঁ লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু সব ট্রেনই প্রায় ১ ঘণ্টা দেরিতে চলছে। বেশ কয়েকটি ট্রেন বাতিলও হয়েছে। রেল সূত্রে খবর, পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। প্রতিদিন শিয়ালদহ বনগাঁ রুটে হাজার-হাজার যাত্রী যাতায়াত করেন। কলকাতার দিকে যেতে গেলে রেলপথই বনগাঁর দিক থেকে অন্যতম প্রধান ভরসা। কাজের দিনে সাতসকালে এই ট্রেন বিভ্রাটে ভয়ঙ্কর সমস্যার মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement