Advertisement
Advertisement

Breaking News

বধূ নির্যাতনের অভিযোগ করায় শ্বশুরবাড়িতে বোমা ছুঁড়ল গুণধর জামাই

অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Bangao: Man allegedly bombing in in-law’s house
Published by: Shammi Ara Huda
  • Posted:August 18, 2018 9:46 pm
  • Updated:August 19, 2018 1:54 pm  

সোমনাথ পাল, বনগাঁ:  স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন বধূ নির্যাতনের অভিযোগ করেছে। সেই অভিযোগ তুলে নেওয়ার দাবিতে এবার শ্বশুরবাড়িতে কৌটো বোমা ছুঁড়ল অভিযুক্ত জামাই। গুণধর জামাইয়ের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রাণনাশের হুমকি দিতেই বোমা ছোড়ে অভিযুক্ত জামাই দীপজয়। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার ছয়ঘড়িয়া এলাকায়।

[নাবালিকাকে কাজের টোপ দিয়ে গণধর্ষণ, পুলিশের জালে তিন অভিযুক্ত]

জানা গিয়েছে, বছর কয়েক আগে স্থানীয় ছয়ঘড়িয়ার বাসিন্দা অশোক দাস তাঁর একমাত্র মেয়ের বিয়ে দেন। পেশায় দিনমজুর অশোকবাবুর আর্থিক অবস্থা তেমন ভাল না। সামান্য সম্বল দিয়েই মেয়েকে পাত্রস্থ করেছিলেন। বনগাঁ থানার ট্যাংরা কলোনির যুবক দীপজয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেন তিনি। কয়েকমাস শান্তিতেই কেটেছিল। তারপর শুরু হল গন্ডগোল। অভিযোগ, প্রায়দিন স্বামী-সহ শ্বশুরবাড়ির অন্য সদস্যরা মেয়েকে বেধড়ক মারধর করত। এছাড়া খেতে বসতে চলত গঞ্জনা। মেয়ে কিছু না জানালেও পড়শিরা অশোকবাবুকে অত্যাচারের খবর দেন। এরপর আর কোনও নিষেধ শোনেনি, মেয়েকে নিয়ে আসেন বাড়িতে। তারপর কয়েকমাস কেটেছে। তখন থেকে মেয়ে বাপের বাড়িতেই রয়েছে। জামাইয়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন অশোক দাস। অভিযোগ, এরমধ্যে একবারও স্ত্রীকে দেখতে আসেনি গুণধর জামাই। উলটে বধূ নির্যাতনের অভিযোগ তুলে নেওয়ার জন্য বারবার চাপ দিতে থাকে। প্রথমে নরমে গরমে জানালেও ধীরে ধীরে তা হুমকির রূপ নেয়। অভিযোগ তোলার জন্য ফোন করে হুমকি আসতে থাকে। পরিবার নিয়ে রীতিমতো প্রাণ হাতে করে দিন কাটাচ্ছিলেন অশোকবাবু। বিপত্তি বাধে শুক্রবার রাতে। অভিযোগ, কয়েকজনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে কৌটো বোমা ছোঁড়ে গুণধর জামাই। এই ঘটনায় কেউ আহত না হলেও বাড়ির অনেকখানি পুড়ে যায়। তারপর থেকেই আতঙ্কে কাঁটা হয়ে আছে গোটা পরিবার। শনিবার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পেট্রাপোল থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

[ধর্ষণে বাধা পেয়ে শ্যালিকাকে খুন যুবকের, ক্যানিংয়ে উত্তেজনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement