Advertisement
Advertisement

প্রতিমা আনার পথে বাঁশের সেতু ভেঙে গুরুতর জখম ৭ জন

দুর্ঘটনা ঘটলেও প্রথম পুজো হবে বলেই স্থির করেছেন বাসিন্দারা৷

Bamboo bridges are broken and seven injured in the way of bringing the idol
Published by: Kumaresh Halder
  • Posted:October 15, 2018 8:35 pm
  • Updated:October 15, 2018 8:35 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: প্রতিমা আনতে গিয়ে বাঁশের সেতু ভেঙে নদীতে পড়ে গুরুতর জখম হলেন পুজো কমিটির সাত কর্মকর্তা। গুরুতর জখম দুই ব্যক্তিকে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ দুর্ঘটনায় দুর্গাপ্রতিমারও যথেষ্ট ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে৷ সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে খানাকুল গ্রাম পঞ্চায়েতের পূর্ব রাধানগরের আয়মাগ্রামে৷

[বাংলাদেশি যুবককে অপহরণ, অভিযুক্ত পুলিশকর্মীর টিআই প্যারেড]

স্থানীয়দের উদ্যোগে এবছরই প্রথম আয়মাগ্রামে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল৷ রাধানগর গ্রামের পণ্ডিতপাড়া থেকে সোমবার সকালে ট্রলি ভ্যানে প্রতিমা নিয়ে মণ্ডপে নিয়ে যাচ্ছিলেন কর্মকর্তারা। হরিণখোলা নদীর উপর বাঁশের সেতু দিয়ে ট্রলি ভ্যানে পার হওয়ার সময়ই বাঁশের সেতু হঠাতই ভেঙে যায়। নদীতে জল কম থাকায় পুজোকমিটির কর্মকর্তারা পড়ে গিয়ে মারাত্মক আঘাত পান। প্রতিমার বেশ কয়েক জায়গায় ভেঙে যায়।

Advertisement

[লকআপে আত্মহত্যার চেষ্টা আসামীর, কাঠগড়ায় বনগাঁ থানার পুলিশ]

পরে স্থানীয়ই আহতদের উদ্ধার করে প্রথমে হাওড়ার উদয়নারায়ণপুর হাসপাতালে ভরতি করান৷ কিন্তু, উদয় দলুই ও দিলীপ ঘোড়ুই নামে দুই ব্যক্তির অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ পরে শিল্পীকে মণ্ডপে এনে দ্রুত প্রতিমা মেরামতির কাজ শুরু করা হয়। গ্রামের মহিলারাও প্রতিমা মেরামতির কাজে সাহায্যে এগিয়ে আসেন। গ্রামবাসীরা জানান, যতই দুর্ঘটনা ঘটুক তাঁদের একান্ত ইচ্ছা মায়ের পুজো যেন সম্পন্ন হয়৷

[পুজোয় কয়েদখানায় ভূরিভোজ, জানেন কী থাকছে মেনুতে?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement