Advertisement
Advertisement

বালুরঘাটে মদের ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার ৬

ডিএসপি ট্র্যাফিক ধীমান মিত্রের গাড়ির দুটি কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।

Balurghat: Cops attacked while demolishing illegal hooch shop
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2018 4:33 pm
  • Updated:June 2, 2018 4:33 pm  

রাজা দাস, বালুরঘাট: বেআইনি মদের ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশই। শুক্রবার ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার লালমাটা এলাকায়। পুলিশের গাড়ি ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই বালুরঘাট শহরের লালমাটা এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি মদের আড্ডা। শুক্রবার রাতে বালুরঘাট থানার খাদিমপুর  লালমাটি  এলাকায়  নিরাপদ মহন্ত (৩৮) নামে এক ব্যক্তিকে পুরনো মামলায় গ্রেপ্তার করতে যায় পুলিশ। তখনই এলাকায় বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে অভিযান চালাতে উদ্যত হয়েছিল তারা। কিন্তু নিরাপদ মহন্তকে গ্রেপ্তার করতেই এলাকার লোকজন বাধা দেয়। অভিযোগ, পুলিশের উপর হামলা চালায় তারা। চলে ইটবৃষ্টিও। অভিযোগ, ডিএসপি ট্র্যাফিক ধীমান মিত্রের গাড়ির দুটি কাচ ভেঙে দেওয়া হয়। এরপর আসরে নামে পুলিশ। অভিযোগ, এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য দেদার লাঠি চালিয়েছে তারা। বাদ যায়নি মহিলারাও। তাদের উপরেও হয় লাঠিচার্জ। ঘটনায় ৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়োছে। পুরো ঘটনার তদন্ত শুরু  হয়েছে।

Advertisement

[ ধানের খেত থেকে ছাত্রীর নগ্ন দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য তমলুকে ]

সূত্রের খবর, পুরোনো মামলা দেখিয়ে নিরাপদ মহন্তকে গ্রেপ্তারের পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। সেখানে তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠীর সদস্য বলে এলাকায় পরিচিত নিরাপদ মহান্ত। খবর, তৃণমূলের সক্রিয় আরেক পক্ষের চাপেই, নিরাপদের বিরুদ্ধে পুরোনো মামলা তুলে আনা হয়েছে। যদিও লাঠিচার্জ, গাড়ি ভাঙচুর এবং রাজনৈতিক বিষয়ের কথা অস্বীকার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা অনিমা দাস জানান, কোনও কারণ ছাড়াই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে। পুলিশের কাছে কারণ জানতে চাইলে মারধরের পরিমাণ আরও বেড়ে যায় বলে অভিযোগ। পুলিশের মারে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে মহিলারাও রয়েছে বলে জানা গিয়েছে।

[ তিনদিনে ২ কর্মীর রহস্যমৃত্যু, পুরুলিয়া যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement