Advertisement
Advertisement

Breaking News

এগিয়ে থাকলেও বালুরঘাটে পাঁচটি পঞ্চায়েতে তৃণমূলই ভরসা বিজেপির

তবে, এনিয়ে এখনই কিছুই বলতে নারাজ বিজেপির জেলা নেতৃত্ব৷

Balurghat: BJP seeks TMC help to form panchayat board
Published by: Kumaresh Halder
  • Posted:August 24, 2018 7:04 pm
  • Updated:August 24, 2018 7:04 pm  

রাজা দাস, বালুরঘাট: ন’টিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও, পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে চূড়ান্ত দুশ্চিন্তায় বিজেপি৷ পরিস্থিতি যা, তাতে তৃণমূলের সমর্থন ছাড়া বোর্ড গঠন সম্ভব হচ্ছে না বিজেপির৷ ফলে, বোর্ড গঠনে স্বার্থে দক্ষিণ দিনাজপুরের গেড়ুয়া শিবিরের ভরসা এখন তৃণমূল৷ তবে, এনিয়ে এখনই কিছুই বলতে নারাজ বিজেপির জেলা নেতৃত্ব৷

[অসতর্ক হয়ে লাইন পারাপার, যাত্রীদের মিষ্টিমুখ করিয়ে সচেতনতার বার্তা]

জানা গিয়েছে, আইনি জটিলতা কাটিয়ে পঞ্চায়েতের তিনটি স্তরে বোর্ড গঠনের দিন স্থির হয়েছে৷ দক্ষিণ দিনাজপুর বিজেপির পক্ষ থেকে জেলার গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করার দিন ধার্য করা হয়েছে ২৭ ও ২৮ আগস্ট৷ মোট ৬৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার চারটি ব্লকে প্রথম ২৭ তারিখ ও দ্বিতীয় দিন অর্থাৎ ২৮ আগস্ট বালুরঘাট মহকুমার বাকি চারটি ব্লকে বোর্ড গঠন করা হবে৷ বালুরঘাট ব্লকে চারটি, কুমারগঞ্জ ব্লকের দু’টি, তপনে একটি, বংশীহারি ও কুশমণ্ডি ব্লকের একটি মিলিয়ে মোট ন’টি গ্রাম পঞ্চায়েতের একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি৷ সেখানে বোর্ড গঠনে সমস্যা নেই বিজেপির।

Advertisement

[ভিনরাজ্যের যৌনপল্লিতে বিক্রির ছক, বুদ্ধির জোরে বেঁচে ফিরল কিশোরী]

কিন্তু, অন্যদের তুলনায় আরও পাঁচটি গ্রাম পঞ্চায়েতে বেশি আসন পেলেও বোর্ড গঠনে সমর্থন দরকার বিজেপির। এগুলি হল, বালুরঘাট ব্লকের চকভৃগু ও চিংগিশপুর। এছাড়া হিলি ব্লকের বিনশীরা ও ধলপাড়া ও কুমারগঞ্জের সমজিয়া গ্রাম পঞ্চায়েত৷ তবে, সমর্থন প্রয়োজন হলেও তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে সেভাবে এখনও কথা এগোতে পারেনি বিজেপি৷ ফলে, বোর্ড গঠন নিয়ে চূড়ান্ত দুশ্চিন্তায় স্থানীয় বিজেপি নেতৃত্ব৷

[অশরীরী আতঙ্কের অবসান, অবশেষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ধরা পড়ল ‘ভূত’]

দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, একক সংখ্যাগরিষ্ঠতায় তাঁরা ন’টিতে বোর্ড গঠন করবেন৷ কিছু গ্রাম পঞ্চায়েতে তাঁরা এগিয়ে থাকলেও বোর্ড গঠনে সমর্থন দরকার৷ তাঁদের আশা, এগিয়ে থাকা গ্রাম পঞ্চায়েতে তারাই বোর্ড গঠন করবেন অন্যদের সমর্থনে৷ সে নিয়ে পরিকল্পনা চলছে তাঁদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement