Advertisement
Advertisement
Balurghat

মিলেছে কেন্দ্রের ছাড়পত্র, নতুন বছরে চালু হতে চলেছে বালুরঘাট বিমানবন্দর

২০১৬ সালের প্রথমদিকে এই বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছিল পূর্ত দপ্তর।

Balurghat Airport likely to inaugurate in 2024 | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 3, 2023 7:57 pm
  • Updated:December 3, 2023 10:51 pm  

রাজা দাস, বালুরঘাট: নতুন বছরেই নতুন করে পরিষেবা শুরু হতে চলেছে বালুরঘাট বিমানবন্দরে। সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জেলাশাসক বললেন, “আমাদের আশা আগামী কয়েক মাসের মধ্যে এখান থেকে বিমান চালাতে পারব আমরা।”

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মাহিনগর এলাকাতে রয়েছে এই বিমানবন্দর। অন্তত ৫০ একর জমিতে থাকা এই বিমানবন্দরে শেষ বিমান চলাচল করে আশির দশকে। তার পর থেকে বিস্তীর্ণ জমি, এয়ার স্ট্রিপ, প্যাসেঞ্জার লাউঞ্জ, এয়ার ট্র্যাফিক-সহ বিমান পরিষেবার সমস্ত সুবিধাযুক্ত বালুরঘাট বিমানবন্দরটি ছিল পরিত্যক্ত। কিন্ত পরবর্তীতে মানুষের চাহিদা থাকা এই বিমানবন্দর থেকে বিমান চালু করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্যোগী হন। তৃণমূল সরকারের তৎপরতায় ২০১৬ সালের প্রথমদিকে এই বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করে পূর্ত দপ্তর। প্রথমাবস্থায় ১১ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে বিমানবন্দরের ভেঙ্গে যাওয়া রানওয়ে থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু একেবারে নতুনভাবে তৈরি হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘দুয়োরানি’ খেজুর গাছ, প্রশাসনিক টালবাহানায় রঘুনাথপুরে অথৈ জলে নলেন গুড়ের হাব]

বছর কয়েক আগে সেই কাজ সমাপ্ত হয়েছিল। ২০২২ সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ও রাজ্যের পরিবহণ দপ্তরের আধিকারিকরা আসেন। তারা জেলা ভূমি সংস্কার দপ্তরকে নিয়ে এই বিমানবন্দর পরিদর্শন করেন। এখানকার ১৩৮০ মিটারের রানওয়েকে ১৮০০ মিটার করা হয় ফের। কিন্ত তার পরও কেন্দ্রের ছাড়পত্রের অভাবে এই বিমানবন্দর থেকে বিমান চলাচল শুরু করছিল না বলে অভিযোগ ওঠে। আপাতত সেই বিষয়গুলি মিটেছে বলেই খবর। এবার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।

দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, “সবদিক থেকে দেখলে বালুরঘাট এয়ারপোর্ট ভাল পর্যায়ে রয়েছে। বিরাট রানওয়ে-সহ পরিকাঠামো খুব উন্নতমানের। এখান থেকে বিমান চালাতে রাজ্য সরকার বিশেষভাবে আগ্রহী। মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি বারবার উল্লেখ করেছেন। পরিবহণ দপ্তর তাদের কাজ শুরু করেছে। আমাদের আশা আগামী কয়েক মাসের মধ্যে এখান থেকে বিমান চালাতে পারব আমরা।”

[আরও পড়ুন: নেই হাত, পায়েই বাজিমাত! ‘কোনি’কে মনে করাচ্ছে হুগলির নাবালকের রোজনামচা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement