ছবি: প্রতীকী
কল্যাণ চন্দ্র, বহরমপুর: কলকাতার পর এবার বহরমপুর। শপিং মলে শ্লীলতাহানির শিকার এক গৃহবধূ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সদর শহরে। ঘটনার ভিডিও ফুটেজ-সহ বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
[ইঞ্জিনিয়ারিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ]
শুধু কলকাতাই নয়, জেলা শহরগুলিতেও এখন ঝাঁ-চকচকে শপিং মলের রমরমা। শপিং মলে সর্বক্ষণ সিসিটিভিতে চলে নজরদারি। ক্রেতাদের ভিড়ও কম হয় না। কিন্তু, তারমধ্যেও এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল। শুক্রবার রাতে বহরমপুরের জর্জ কোর্ট মোড়ের একটি শপিং মলে কেনাকাটা করতে গিয়েছিল এক গৃহবধূ। সঙ্গে ছিল তাঁর ছোট মেয়েও। ওই গৃহবধূর অভিযোগ, শপিং মিলে যখন তিনি কেনাকাটা করতে ব্যস্ত, তখন এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দু’বার তাঁর গা ঘেঁষে চলে যায়। প্রথমে অবশ্য কিছু বলেননি তিনি। এরপর ওই ব্যক্তি পিছনে চিমটি কাটে বলে অভিযোগ। প্রতিবাদ করেন ওই গৃহবধূ। অভিযুক্তকে চিহ্নিত করে শপিং মলের ম্যানেজারের কাছে অভিযোগ করেছিলেন তিনি। অভিযুক্ত অবশ্য তখন পালিয়েছে। ওই গৃহবধূর অভিযোগ, সাহায্য করা তো দূর অস্ত, উলটে তাঁকে ঘটনাটি চেপে যেতে বলেন শপিং মলের ম্যানেজার। এদিকে, স্ত্রীর ফোন পেয়ে তড়িঘড়ি ওই শপিং মলে চলে আসেন ওই মহিলার স্বামী। শপিং মলের বাইরেও ততক্ষণে লোক জড়ো হয়ে গিয়েছে। চাপে পড়ে ভিডিও ফুটেজ দেখাতে বাধ্য হয় শপিং মল কর্তৃপক্ষ। প্রমাণ হয়ে যায়, ওই মহিলা যা বলছেন, তা সত্যি।
শনিবার বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি। ফেসবুকে ঘটনার ভিডি ফুটেজ পোস্টও করেছেন। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছেন পুলিশ। এদিকে এই ঘটনার শোরগোল পড়েছে বহরমপুরে। প্রতিবাদে সরব শহরবাসী। যদিও ওই গৃহবধূর শ্লীলতাহানির নিয়ে মুখ খুলতে চায়নি শপিং মল কর্তৃপক্ষ।
[হেলমেট ছাড়াই বাইকে! সচেতনতা বাড়াতে আরোহীদের চড়ানো হল খচ্চরের পিঠে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.