Advertisement
Advertisement

বাগুইআটির ভাঙা স্কুল গড়ে দেবে সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভাঙচুরের প্রবণতা রুখবেন এটা তাঁর চ্যালেঞ্জ বলেই এদিন জানালেন মুখ্যমন্ত্রী৷

Baguiati school razed by promoter will be rebuild, says Mamata Banerjee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 20, 2017 9:18 am
  • Updated:February 20, 2017 9:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষা দিতে গিয়ে পড়ুয়ারা দেখেছিল স্কুলের ছাদটাই নেই৷ বাগুইআটির সেই স্কুল ভাঙার ঘটনা শোরগোল ফেলেছিল গোটা রাজ্যে৷ উঠে এসেছিল প্রোমোটার চক্রের নামও৷ সোমবারের সেই ঘটনায় কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রীও৷ কোনওরকম ভাঙচুর বরদাস্ত করা হবে না জানিয়ে তিনি ভাঙা স্কুল গড়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন৷

শ্মশানে নিয়ে যাওয়ার পথে উঠে বসল ‘মৃত’ ছেলে

এদিন মুখ্যমন্ত্রী সাফ জানান, স্কুল ভেঙে কোনও বাড়ি তৈরি হবে না৷ এত কীসের লোভ থাকতে পারে, সে প্রশ্নও তোলেন তিনি৷ গত শনিবার ঘটনাটি ঘটে বাগুইআটি থানা এলাকায় রাজারহাট রোডে দশদ্রোণ এলাকায় লীলাবতী মেমোরিয়াল স্কুলে৷ ওই স্কুলের জমির মালিক বাপি মণ্ডল মিজানুর রহমান নামে এক প্রোমোটারের কাছে স্কুলের জমিটি বিক্রি করে দেয় বলে জানা গিয়েছিল৷ জমিটি কেনার পরই স্কুল কর্তৃপক্ষকে উঠে যেতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷ স্কুল কর্তৃপক্ষ পাশে একটি জমি কিনে স্কুল সরানোর জন্য ওই প্রোমোটারের কাছে কিছুটা সময় চায়৷ কিন্তু সেই সময় দিতে রাজি হয়নি মিজানুর৷ রাতে প্রায় সত্তর-আশি জন নিয়ে ঢুকে পড়ে মিজানুর৷ স্কুলের ছাদ ভেঙে গুঁড়িয়ে দেয়৷ পরদিন সকালে স্কুল ভাঙা হচ্ছে দেখে প্রধান শিক্ষক বাধা দেন৷ অভিযোগ, তাঁকেও বেধড়ক মারধর করা হয়৷ এই ঘটনা রীতিমতো আলোড়ন তোলে রাজ্যে৷ সোমবার এ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দিলেন, এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷ ভাঙচুরের প্রবণতা রুখবেন এটা তাঁর চ্যালেঞ্জ বলেই এদিন জানালেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

ব্যাঙ্ক থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়াল আরবিআই

এদিকে সোমবার পঠনপাঠন চালু হয়েছে ওই স্কুলে৷ যদিও ছাদ সারাই হয়নি৷ ত্রিপল টাঙিয়েই স্কুল চালু করেছেন শিক্ষকরা৷ কিন্তু এর ফলে আতঙ্কে আছেন অভিভাবকরা৷ মুখ্যমন্ত্রীর আশ্বাস যে তাঁদের কাছে স্বস্তির, এমনটাই মনে করছেন অনেকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement