Advertisement
Advertisement

Breaking News

বাগডোগরা বিমানবন্দরে এবার বিনামূল্যে মেডিক্যাল পরিবেষা পাবেন যাত্রীরা

কী কী পরিষেবা মিলবে নিখরচায়? জেনে রাখুন।

Bagdogra airport to provide free medicare service
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 11, 2018 1:38 pm
  • Updated:August 2, 2022 4:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ রাজ্যের অন্যতম ব্যস্ত বিমানবন্দর শিলিগুড়ির বাগডোগরা। দার্জিলিং, সিকিম ও উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যে পৌঁছতে বাগডোগরা বিমানবন্দরই অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিনই বিপুল সংখ্যক যাত্রীরা এখান থেকে যাতায়াত করেন। আর তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবার ঢেলে সাজানো হচ্ছে বিমানবন্দরের স্বাস্থ্য পরিষেবাকে।

যাত্রীর চিকিৎসা সংক্রান্ত সুবিধা দিতে হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বাঁধল বাগডোগরা বিমানবন্দর। কোনও অন্তঃসত্ত্বা মহিলা বিমান যাত্রার জন্য ফিট কিনা সে সার্টিফিকেটও যেমন মিলবে বন্দরের তরফেই, তেমনই কোনও যাত্রী বা কর্মী অসুস্থ হয়ে পড়লে বন্দর চত্বরেই হবে চিকিৎসা। সংবাদ সংস্থা পিটিআই-কে বিমানবন্দরের ডিরেক্টর রাকেশ আর সহায় জানান, বর্তমানে এখানে মেডিক্যাল পর্যবেক্ষণ ইউনিট (এমআই) রয়েছে। যেটি প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম। তবে যাত্রীদের সুস্থতার কথা মাথায় রেখেই ডিসান হাসপাতালের সঙ্গে চুক্তি করা হচ্ছে। এর ফলে যাত্রীরা বিনামূল্যে সবরকম মেডিক্যাল সাহায্য পাবেন। চলতি মাসেই এই পরিষেবা চালু হয়ে যাবে বলেও জানান তিনি।

Advertisement

[প্রসূতিকে বাড়িতে যাওয়ার পরামর্শ হাসপাতালের, রাস্তায় প্রসব তরুণীর]

রাকেশ বলছেন, “অনেক যাত্রীরই অবতরণের পর শ্বাসক্রিয়ায় সমস্যা দেখা দেয়। বিশেষ করে দার্জিলিং, সিকিমের মতো পাহাড়ি এলাকা থেকে ফেরা যাত্রীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি চোখে পড়ে। আবার গর্ভবতী মহিলা যাত্রীদেরও অনেক সময় অনেক সমস্যা থাকে। তাঁরাও পেয়ে যাবেন ফিটনেস সার্টিফিকেট। বর্তমানে এই পরিষেবা শুধু দিল্লি ও আমেদাবাদ বিমানবন্দরেই চালু রয়েছে। তবে চলতি মাস থেকেই এসব সুবিধা পাবেন বাগডোগরার যাত্রীরাও। ডিসার হাসপাতালের সঙ্গে এ নিয়ে তিন বছরের জন্য আমাদের চুক্তি হয়েছে।”

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, কোনও যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিনামূল্যে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করে দেওয়া হবে। সকাল ১১টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত মোট ২২টি বিমান ছাড়ে এই বিমানবন্দর থেকে। একই সংখ্যক বিমান অবতরণও করে। অর্থাৎ এবার থেকে বাগডোগরায় যাত্রীদের যাত্রা যে আরও নিশ্চিন্ত ও নিরাপদ হবে, তা বলাইবাহুল্য।

[‘বাবা’ ডাক না শোনায় দু’বছরের শিশুর গায়ে অ্যাসিড ঢালল মেসো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement