Advertisement
Advertisement

Breaking News

Bagdah

মেরে হাঁটুর মালাইচাকি ভেঙে দেওয়ার নিদান! বিজেপি জেলা সভাপতির FIR স্থানীয় বাসিন্দার

সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের দাবি, অভিযোগকারী সাধারণ নাগরিক নন, তৃণমূলের সমর্থক।

Bagdah man files FIR against BJP leader Debdas Mondal allegedly against his remark that may spread violence
Published by: Sucheta Sengupta
  • Posted:June 23, 2024 3:22 pm
  • Updated:June 23, 2024 6:20 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: উপনির্বাচনের প্রচারে গিয়েও উসকানিমূলক বক্তব্য। তাতে ভোটগ্রহণ পর্বে অশান্তির আশঙ্কা দেখছেন এলাকাবাসী। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি (BJP) সভাপতি দেবদাস মণ্ডলের বিরুদ্ধে তা নিয়ে থানায় এফআইআর দায়ের করলেন বাগদার বাসিন্দা জনৈক অশোক সর্দার। যদিও বিজেপির দাবি, সাধারণ নাগরিক হিসেবে নয়, অশোক সর্দার তৃণমূল সমর্থক হিসেবেই অভিযোগ জানিয়েছেন। এনিয়ে তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের বক্তব্য, বিজেপি শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে চাইছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। তাঁকে ‘তৃণমূল সমর্থক’ বলে নজর ঘোরানোর চেষ্টা করছে গেরুয়া শিবির।

আগামী ১০ জুলাই বাগদায় (Bagdah) উপনির্বাচন। গত বিধানসভা ভোটে এই আসন থেকে বিজেপির হয়ে জেতা বিশ্বজিৎ দাস পরবর্তীতে দলবদল করে তৃণমূলে (TMC) যোগ দেন। এখন তিনি বনগাঁ সাংগঠনিক জেলায় দলের সভাপতি। চব্বিশের লোকসভা ভোটে (Lok Sabha Election) বনগাঁ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন বিশ্বজিৎ। সেই কারণে বিধায়ক পদে ইস্তফা দেন। ফলে বাগদা বিধায়কশূন্য হয়ে পড়ে এবং এখানে উপনির্বাচন (WB By-Elections)। বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস। তবে তাঁকে নিয়ে জেলা বিজেপির অন্দরে যথেষ্ট মতবিরোধ তৈরি হয়েছে। উঠেছে প্রার্থী বদলের দাবিও।

Advertisement

[আরও পড়ুন: ফের নিউটাউনে গতির বলি! দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে ধাক্কা অ্যাপ বাইকের, মৃত সাংবাদিকতার ছাত্রী

তবে উপনির্বাচনের প্রচারে প্রার্থীর হয়ে নেমে পড়েছেন সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। বার বার কুমন্তব্যের কারণে যাঁর কুখ্যাতি রয়েছে। উপনির্বাচনে প্রচারেও বেলাগাম তিনি। শুক্রবার এক কর্মিসভায় তাঁর মন্তব্য ছিল, ”তৃণমূল নেতারা ভোট লুট করতে আসলে তিন হাত লম্বা ডান্ডা দিয়ে হাঁটুর মালাইচাকি ভেঙে দিতে হবে। বাগদা থানাতেও তালা লাগিয়ে দেওয়া হবে।” আর তাঁর এই বক্তব্য নিয়ে বাগদা থানায় লিখিত অভিযোগ (FIR) দায়ের করলেন হেলেঞ্চার বাসিন্দা অশোক সর্দার। অভিযোগপত্রে তিনি লিখেছেন, দেবদাস মণ্ডল উসকানিমূলক বক্তব্য দিয়ে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করছেন। তাতে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ।

[আরও পড়ুন: বাংলায় নয়া জঙ্গি মডিউলের হদিশ! কী এই ‘শাহদত’?]

এ বিষয়ে দেবদাস মণ্ডলের পালটা বক্তব্য, ”উনি সাধারণ নাগরিক নন, তৃণমূলের লোক। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করতে গিয়েছিল তৃণমূল। সেসময় বাগদার মানুষ যা করেছিল, আমি সেই কথাই বলেছি।” বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের বনগাঁ (Bongaon) সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ”শান্তিপূর্ণ বাগদাকে অশান্ত করবার চেষ্টা করছে। কয়েকজন অসামাজিক লোকজন সেখানে বাগদার সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে।”

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement