Advertisement
Advertisement

একাধিক থানার মেল হ্যাক করে তথ্য পাচার, বাদুড়িয়ায় গ্রেপ্তার এক যুবক

হ্যাকারদের খপ্পরে খোদ পুলিশই!

Baduria: A youth allegedly hacks mail id Of various police station, held
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2018 1:33 pm
  • Updated:August 10, 2022 12:30 pm

তপন বন্দ্যোপাধ্যায়, বসিরহাট: হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারেই দিনভর চলে কথোপকথন৷ খুব দরকার না পড়লে, সচরাচর কেউ ফোন করে না৷  অফিশিয়াল চিঠির ক্ষেত্রেও এখন ই-মেলের ব্যবহার বেশি৷ শুধু তাই নয়, বহু গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদানও চলে ই-মেল মারফৎ-ই৷ কিন্তু, ঘটনা হল, অনেক সময় এই ই-মেল অ্যাকাউন্ট হ্যাক করে নানা ধরনের দুষ্কর্ম করে অপরাধীরা৷ আর এবার হ্যাকারদের খপ্পরে পড়ল খোদ পুলিশই৷ রবিবার ভোরে উত্তর ২৪ পরগনার একাধিক থানার ই-মেল হ্যাক করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বাদুড়িয়া থানার পুলিশ৷

[ডাকাতির বখরা নিয়ে বিবাদ, চুঁচুড়ায় মদের আসরে জোড়া খুন]

Advertisement

ধৃত যুবকের নাম মহম্মদ ফাকরুদ্দিন, বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া জঙ্গলপুরে৷ বাদুড়িয়া থানাই শুধু নয়, বসিরহাট, ন্যাজাট, হাসনাবাদ, মাটিয়া-সহ বিভিন্ন থানার মেল সে হ্যাক করেছে বলে অভিযোগ৷ তদন্তকারীরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই জেলার বিভিন্ন থানার মেল থেকে তথ্য লোপাট হয়ে যাচ্ছিল৷ এমনকী, বিভিন্ন সংস্থার কাছে পুলিশের আইডি থেকে পৌঁছে যাচ্ছিল থানার ভুয়ো মেল৷ গত মার্চ মাসে বিষয়টি প্রথমে নজরে আসে বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিক৷ কিন্তু, অভিযুক্তকেই কিছুতেই ধরা যাচ্ছিল না৷ বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিদের বক্তব্য, গত কয়েক মাসে বেশ কয়েকবার থানার মেল আইডি ও পাসওয়ার্ড বদলে দিয়েছেন তাঁরা৷ কিন্ত লাভ হয়নি৷ বাদুড়িয়া থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ৷ কম্পিউটারের আইপি অ্যাড্রেসের সূত্র ধরে অভিযুক্ত শনাক্ত করে ফেলেন তদন্তকারীরা৷

রবিবার ভোরে বাদুড়িয়া জঙ্গলপুরে যৌথ অভিযান চালায় বাদুড়িয়া ও হাসনাবাদ থানার পুলিশ৷ মহম্মদ ফাকরুদ্দিন নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়৷ বাদুড়িয়া-সহ যে উত্তর ২৪ পরগনার যে থানাগুলির মেল আইডি হ্যাক করা হয়েছে বলে অভিযোগ, সবকটিই বাংলাদেশ সীমান্ত লাগোয়া৷ স্বাভাবিকবেই এই ঘটনায় উদ্বিগ্ন পুলিশকর্তা৷ কেন মেল আইডি হ্যাক করা হল কেন?  তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

[মাত্র ৫ টাকা ভিজিটে রোগী দেখেন কালনার চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement