শাহজাদ হোসেন, ফরাক্কা: শরীর এক, মাথা দুই। হ্যাঁ, দু’টো মাথা নিয়েই জন্ম নিয়েছে শিশু। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অদ্ভূতদর্শন শিশুকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ধুলিয়ান অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিস্ময়কর এই শিশুর জন্ম দিয়েছেন তাহেরা বিবি।
সামশেরগঞ্জের লক্ষ্মীনগরের গৃহবধূ। প্রসব যন্ত্রণা উঠলে তাঁকে ধুলিয়ান অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করান স্বামী মনিরুল ইসলাম। সদ্যোজাত ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় তার দু’টি মাথা। মণিরুল-তাহেরার চতুর্থ সন্তান এই একরত্তি। কেন তাঁর দু’টি মাথা। চিকিৎসরা জানাচ্ছেন, ডাক্তারি পরিভাষায় এটি অস্বাভাবিক বৃদ্ধি। আর এই রোগের নাম ‘অক্সিবিটার মেনিনজিও’।
তাহেরা বিবির স্বামী মনিরুল ইসলাম জানান, অদ্ভূত এই সন্তানের জন্ম হওয়া দেখে তাঁরা রীতিমতো অবাক হয়ে যান। অনুপ নগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের BMOH তারিফ হোসেন বলেন, “বাড়ি ফেরত যাওয়ার পরও ওঁরা হাসপাতাল এসেছিলেন। এটা এক ধরনের টিউমার বলেই মনে হচ্ছে। সাধারণত দু’টো মাথা নিয়ে শিশুদের জন্মগ্রহণ করলে তাকে ডাক্তারি পরিভাষায় ডাইসেফালিক প্যারাফেসর বলে। তবে এ ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। আমাদের পরিভাষায় একে অক্সিবিটার মেনিনজিও সেফালোসিস বলা যেতে পারে।”
তারিফ হোসেনের কথা অনুযায়ী, এ ধরনের রোগীকে বাঁচানো অনেকটাই কঠিন। কারণ মাথার ব্রেন, নার্ভ ইত্যাদি অংশ কোন ক্ষেত্রে কতটা অগ্রসর রয়েছে তার উপর কাটাছেঁড়া নির্ভর করবে। শিশুর বয়স বাড়লে তবেই অস্ত্রোপচারের প্রশ্ন আসে। কিন্তু সেক্ষেত্রেও ঝুঁকি থেকে যায়। “আমাদের লেভেলে এ ধরনের চিকিৎসার কোন প্রশ্নই আসে না। আমরা রোগীকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করে দিয়েছি।” বলেন তিনি।
যদিও কেন্দ্রীয় সরকারের ফরাক্কা ব্যারেজ হাসপাতালের অন্যতম চিকিৎসক গৌরকিশোর বণিক বলেন, “এ ধরনের রোগ একটা জন্মগত ত্রুটি বলা যায়। তবে মায়ের কোনও ডিফেক্ট রয়েছে কিনা সেটা জোর দিয়ে বলা যাবে না। এটা একটা জিনগত ব্যাপার বলা যেতে পারে। তবে অপারেট করে আলাদা করাটা অনেকটাই টাফ।” নবজাতক জন্ম নিয়েছে ইদের (Eid 2022) দিন কয়েক আগে। তাই যেমন করে হোক বেঁচে থাকুক ছোট্ট এই সন্তান, এমনই আশা ইসলাম দম্পত্তির। রোজা রেখে সদ্যজাত সন্তানের সুস্থ জীবনের প্রার্থনায় ইসলাম পরিবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.