চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: নাটকীয় কায়দায় গ্রেপ্তার করা হল বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায়কে। সোমবার বিকেলে কলকাতা থেকে বাসে ফেরার সময় বক্তারনগরের কাছে বাস থেকে নামিয়ে আটক করে পুলিশ। এরপর রাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার অরিজিৎ রায়কে আসানসোল মহকুমা আদালতে তোলা হলে সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। এদিন আদালত চত্বরে বিজেপি কর্মীরা জমায়েত হন ও সরকার বিরোধী স্লোগান দেন।
বাবুল এনিয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুই বলেন, তৃণমূল নেতৃত্ব পুলিশকে দিয়ে মিথ্যা মামলা সাজাচ্ছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মানুষ সব বুঝতে পারছেন। লোকসভায় এই অন্যায়ের জবাব দিয়েছেন আগামিদিনেও দেবেন।’
কয়েকদিন আগেই আসানসোল পুরনিগম ঘেরাও অভিযান ছিল বিজেপি যুব মোর্চার। সেই সময় মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন অরিজিৎ। সেই কর্মসূচিতে অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগেই গ্রেপ্তার করা হয় অরিজিৎ রায়কে। তবে যেভাবে ৮ ভ্যান পুলিশ নিয়ে অরিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে সে নিয়ে নিন্দায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। পুরসভা ঘেরাও কর্মসূচির অশান্তিতে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতির নামও ছিল। কিন্তু পুলিশ তাকে আগে গ্রেপ্তার করেনি। পুলিশের দাবি, অরিজিৎ ফেরার ছিল। অরিজিৎ রায় বিজেপি সাংসদ ও মন্ত্রী বাবুল সুপ্রিয়র অত্যন্ত ঘনিষ্ঠ। বাবুল এনিয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুই বলেন, তৃণমূল নেতৃত্ব পুলিশকে দিয়ে মিথ্যা মামলা সাজাচ্ছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মানুষ সব বুঝতে পারছেন। লোকসভায় এই অন্যায়ের জবাব দিয়েছেন আগামিদিনেও দেবেন।’ এদিন আদালতে অরিজিৎ বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় আটকে রেখে বিজেপি যুব মোর্চার আন্দোলনকে থামানো যাবে না।’
[আরও পড়ুন: ফের অশান্ত ভাটপাড়া, লাগাতার বোমাবাজিতে আতঙ্কে স্থানীয়রা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.