Advertisement
Advertisement

Breaking News

বাবুল

বাড়ির সামনে ‘চৌকিদার চোর হ্যায়’ ফ্লেক্স, ফেসবুকে ক্ষোভপ্রকাশ বাবুল সুপ্রিয়র

আসানসোলের বিজেপি প্রার্থীর নিশানায় তৃণমূল৷

Babul Supriyo slams TMC for disrespecting PM Modi
Published by: Tanujit Das
  • Posted:April 7, 2019 3:31 pm
  • Updated:April 22, 2019 7:47 pm  

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসালসোল: বাবুল সুপ্রিয়র বাড়ির সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ‘চৌকিদার চোর হ্যায়’ পোস্টার৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চাপানুতোর৷ ফ্লেক্সটি কোন রাজনৈতিক দলের তরফে টাঙানো হয়েছে কিনা, তার উল্লেখ না থাকলেও, বিজেপির আসানসোলের প্রার্থীর অভিযোগ শাসকদলের তরফে ওই ফ্লেক্সটি টাঙানো হয়েছে৷ ফ্লেক্সটিকে খুলে দেওয়ার পাশাপাশি, এই ঘটনার বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাবুল সুপ্রিয়৷ আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও৷

[ আরও পড়ুন: ‘দিল্লির বাবুরা পাহাড় জ্বালায়’, নির্বাচনী প্রচারে নাম না করে মোদিকে কটাক্ষ মমতার ]

Advertisement

জানা গিয়েছে, প্রচারের কাজকর্ম সেরে শনিবার রাত আড়াইটে নাগাদ বাড়ি ফিরছিলেন বাবুল সুপ্রিয়৷ তিনি লক্ষ্য করেন, আসানসোলের মহিশীলা কলোনীর বটতলা বাজার এলাকায় তাঁর বাড়ির সামনের বট গাছে কেউ বা কারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ফ্লেক্স লাগিয়ে দিয়েছে৷ ছাপার অক্ষরে যাতে লেখা রয়েছে ‘চৌকিদার চোর হ্যায়’৷ এরপরই গাড়ি থেকে নেমে প্রথমে ফ্লেক্সটি খোলেন বাবুল সুপ্রিয়৷ সেটিকে ছেঁড়েন তিনি। এবং শুধু তাই নয় ফ্লেক্সটির একটা অংশের উপর পেন দিয়ে লিখে দেন, ‘পিসি ও ভাইপোর জন্য এটা রেখে দিয়ে গেলাম। যারা টাঙিয়েছেন তারা পৌঁছে দেবেন’। ফ্লেক্সটিতে নিজের স্বাক্ষরও করে দেন আসানসোলের বিজেপি সাংসদ।

[আরও পড়ুন: একাধিক ইস্যুতে তৃণমূলের কড়া সমালোচনা, কোচবিহারে প্রচারে ঝড় মোদির]

এরপরই এই ঘটনার বিরোধিতা করে সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দেন আসানসোলের বিজেপি প্রার্থী৷ ফেসবুকে সম্পূর্ণ ঘটনার ভিডিও আপলোড করেন আসানসোলের বিদায়ী সাংসদ৷ এই ঘটনার নিন্দা করেন৷ এবং শাসকদলের বিরুদ্ধে হিন্দিতে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘‘যারা রাজ্যটাকে চুরি করে শেষ করে দিল, তাঁদের মুখে দেশের প্রধানমন্ত্রীর নামে এই অভিযোগ শুনব না৷ এবার ইট মারলে, পাটকেল খেতে হবে৷ আমাদের সকলকে একসঙ্গে তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করতে হবে৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement