Advertisement
Advertisement

Breaking News

বাবুল সুপ্রিয়

‘ফোন ট্যাপ করে বিজেপির কোনও লাভ নেই’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বাবুলের

দেশে সবার আগে মুখ্যমন্ত্রী অন্যদের ফোন ট্যাপ করেন বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর।

Babul Supriyo slams CM Mamata Banerjee over phone tapping issue
Published by: Subhamay Mandal
  • Posted:November 3, 2019 8:48 pm
  • Updated:November 3, 2019 8:48 pm  

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: ফোন ট্যাপিং নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। তিনি রবিবার আসানসোলে বলেন, ‘দিদির ফোন ট্যাপ করে বিজেপির কোনও লাভ নেই। আমরা এমনিই জিতব।’ এরপরই রাজ্যের এক পুলিশ আধিকারিক সম্পর্কে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের একটা ওপেন সিক্রেট রয়েছে। যা দেড় বছর ধরে সবাই জানেন। ওনার একজন প্রিয়পাত্র পুলিশ অফিসার যাঁকে ব্যবহার করা হয়েছে, সেই অফিসার ইজরায়েলে গিয়েছিলেন। সেখান থেকে একটা সফটওয়্যার এনেছিলেন। সেটাতে সবার ফোন ট্যাপ করা হয়েছে।’

প্রসঙ্গত, শনিবার ফোনে আড়ি পাতা নিয়ে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, “আমার ফোন ট্যাপ হচ্ছে। আমার কাছে খবর আছে। কী পাবে ফোন ট্যাপ করে? সরকারই তো আমার ফোন ট্যাপ করছে।” প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বাবুলের পালটা, ‘যা ঘটনা ঘটে সবথেকে আগে উনি ভীত সন্ত্রস্ত হন। সে হাজার কোটি টাকার আর্থিক স্ক্যাম হোক বা অন্য কিছু। সব কিছুতেই ওনার মনে হয় ওনাকেই টার্গেট করা হচ্ছে। উনিই তো একমাত্র নন-বিজেপি মুখ্যমন্ত্রী নন। কই তাঁরা তো কিছু বলছে না।’

Advertisement

এরপরে ওই পুলিশ আধিকারিকের প্রসঙ্গ টেনে বাবুলের মন্তব্য, ‘এটা জানার পরে সংবাদমাধ্যমেরও গোপন খবর নিতে হোয়াটসঅ্যাপ কল ইউসি করতেন। তাই হোয়াটসঅ্যাপের যে ওয়ালগুলো রয়েছে সেগুলোও ইনক্লুডেড হতে পারে। বহু মানুষকে সিগন্যাল নামে সফটওয়্যার ডাউনলোড করানো হয়েছিল। সবাই বলত, ওটার দাম ২৭ কোটি না ৫৭ লাখ এরকম কিছু। শুধু বিরোধী নেতাদের নয়, দিদির ক্যাবিনেটের মন্ত্রীদের পর্যন্ত সাধারণ ফোনে কথা বলতে ভয় পান। মন্ত্রী-আমলা সবাই জানেন নজরদারি চলছে। দেশের মধ্যে সবথেকে আগে দিদি প্রত্যক্ষভাবে ফোনে আড়ি পাতার ব্যবস্থা করেছিলেন।’

[আরও পড়ুন: ‘বাংলাতেও অনেকের গোপনীয়তা খর্ব হয়েছে’, ফোন ট্যাপিং নিয়ে পালটা রাজ্যপালের]

মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা পশ্চিমবঙ্গে জিতব। দিদির ফোন ট্যাপ করে বিজেপির কোনও লাভ নেই। এইসব কথা শোনার মতো সরকারের কোনও অভিপ্রায় নেই। আমরা এমনিই জিতব।’

আর কী বললেন বাবুল সুপ্রিয়, দেখুন ভিডিও-

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement