Advertisement
Advertisement
বাবুল সুপ্রিয়

আসানসোলে ভোটপ্রচারের ফাঁকে বেআইনি কয়লা ডিপোতে হানা বাবুলের

দেখুন ভিডিও।

Babul Supriyo makes suprprise visti to illegal coal mine during campaigning
Published by: Tanumoy Ghosal
  • Posted:April 12, 2019 9:23 pm
  • Updated:April 22, 2019 3:02 pm  

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: আসানসোলের বারাবনিতে  প্রচারে গিয়ে আক্রান্ত হন সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। কয়লা মাফিয়ারাই তাঁকে রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ। শুক্রবার সেই বারাবনিতে প্রচারে করলেন  বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। হানা দিলেন কয়লা বেআইনি ডিপোতেও। আসানসোলের বিদায়ী সাংসদের কাছে ধমক খেলেন পুলিশকর্মী। এদিকে বারাবনিতে বিজেপি প্রার্থী প্রচারে যথারীতি বাজল বিতর্কিত সেই গান।

[ আরও পড়ুন: ‘ভোট নয়, পাশে থাকতে চাই’, পাহাড়ে প্রচার সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর]

আসানসোলের বারাবনিতে বাবুল সুপ্রিয়র প্রচার কর্মসূচি ঘিরে ছিল টানটান উত্তেজনা। এদিন সকালে বারাবনির গৌরাণ্ডি থেকে কাঁটাপাহাড়ি, জামগ্রাম,  কাপিষ্ঠা, মদনপুর-সহ বিস্তীর্ণ এলাকার চল্লিশটি গাড়ি নিয়ে রোড-শো করেন আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী। বিতর্কিত গান বাজিয়ে মিছিলও করেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরাও। এলাকার কোনও গণ্ডগোল বা বিক্ষোভ হয়নি। তবে যে রাস্তা দিয়ে রোড-শো করেন বাবুল, সেই রাস্তা দু’ধারে কোথাও ‘বাবুল গো ব্যাক’, তো কোথাও আবার ‘চৌকিদার চোর হ্যায়’ পোস্টার লাগিয়ে রেখেছিলেন তৃণমূল কর্মীরা। বিদ্যুতে খুঁটিতে লাগানো ছিল কালো পতাকাও। এরই মধ্যে কয়েকটি জায়গায়  ‘চৌকিদার চোর হ্যায়’ লেখা পোস্টার ছিঁড়ে ফেলেন বিজেপির কর্মীরা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আবার নির্বাচন কমিশনে জানিয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব।

Advertisement

বারাবনির কালিকমলি এলাকায় পৌঁছে বাবুল সুপ্রিয় জানতে পারেন যে, এলাকায় বেআইনি কয়লা ডিপো রয়েছে। দলের কর্মী-সমর্থকদের নিয়ে কয়লা বেআইনি ডিপোয় হানা দেন তিনি। বিজেপি প্রার্থীতে আসতে দেখে চম্পট দেয় কয়লা মাফিয়ারা। কয়লা ডিপোয় দাঁড়িয়ে পুলিশকর্মীদের রীতিমতো ধমকান বাবুল। বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিকে ‘কয়লা চোর’ বলে কটাক্ষ করেছেন তিনি। বিজেপি প্রার্থীকেও পালটা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। তাঁর দাবি, বারাবনি বিধানসভা কেন্দ্রে হেরে যাবেন বুঝতে পেরেই মিথ্যা অভিযোগ করছেন বাবুল সুপ্রিয়। কমিশনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে কী ’করে বিজেপি প্রার্থীর প্রচারে বিতর্কিত গান বাজছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শাসকদলের ব্লক সভাপতি।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement