Advertisement
Advertisement
দোলে প্রচার

দোলে ‘রঙিন’ অনুষ্ঠানের মাধ্যমে প্রচার, উৎসবে মুখর বাবুল-কাকলি

দেখুন ভিডিও।

Babul Supriyo celebrates Holi at Asansol with family and friends
Published by: Sucheta Sengupta
  • Posted:March 21, 2019 4:46 pm
  • Updated:March 21, 2019 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সবার রঙে রং মিলাতে হবে’৷ রং মেলালেন তিনি৷ এক অঙ্গে মিশে গেল গেরুয়া, লাল, হলুদ, বেগুনি৷ দোলের দিন একেবারে এভাবেই রং মিলিয়ে দিলেন বাবুল সুপ্রিয়৷ চুটিয়ে রং খেললেন স্ত্রী, কন্যা এবং বন্ধুবান্ধবদের সঙ্গে৷ সকলের অনুরোধে গান গাইলেন, হাসিমুখে সেলফিও তুললেন৷ নির্বাচনী মরশুমে জনসংযোগের এই হাতিয়ারটিকে পূর্ণ সদ্ব্যবহার করলেন এই জনপ্রিয় গায়ক তথা রাজনীতিক৷

ধূসর জীবনে মানুষের মধ্যেই রং খুঁজছেন সর্বকনিষ্ঠ তৃণমূল প্রার্থী রূপালি

২০১৪ সালে সাংসদ হওয়ার পর আসানসোলের শতাব্দী পার্কে বসন্ত উৎসবের আয়োজন করে আসছেন বাবুল সুপ্রিয়৷ নাম ‘হোলি মিলন মেলা’৷ রাজনৈতিক ভেদাভেদ সরিয়ে রেখে এই দিনটিতে তাঁর আমন্ত্রণে সাড়া দেন এলাকার সকলেই৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ সপরিবারে শতাব্দী পার্কে দোল খেলতে সপরিবারে হাজির বাবুল সুপ্রিয়৷ রং খেলা, খাওয়াদাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল৷ সেখানে শামিল হলেন সপরিবারে৷ মেয়েকে কোলে নিয়েই অনুরাগীদের সঙ্গে রং খেললেন. গান শোনালেন৷ তাঁদের আবদারে সেলফিও তুললেন৷ তাঁর দাবি, এই উদ্যোগ সম্পূর্ণ অরাজনৈতিক৷ একটা উৎসবের দিন শুধুই মিলেমিশে আনন্দ করার জন্য তাঁর এই আয়োজন৷ তবে তিনি যাই-ই বলুন, রাজনীতিকদের একাংশের দাবি, ভোটের আগে দোল এবং হোলিকে এভাবেই জনসংযোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আসানসোলের বিদায়ী সাংসদ৷

Advertisement

রঙের উৎসবে প্রচারে পিছিয়ে রইলেন না রাজ্যের শাসক শিবিরের প্রার্থীরাও৷ নিজের লোকসভা কেন্দ্র বারাসতের বিভিন্ন এলাকা হেঁটে ঘুরলেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদার৷ দোলের দিন পরনে লাল-হলুদ শাড়ি, মাথায় শ্বেত চন্দ্রমল্লিকা৷ সঙ্গে একদল সুসজ্জিত মেয়ে৷ দেখেই বোঝা যাচ্ছে, বিশেষ অনুষ্ঠানের জন্যই তাঁরা বেরিয়েছেন৷ অন্যদের সঙ্গে নেচে উঠলেন কাকলিও৷ এভাবেই তিনি পেরলেন প্রায় ৫ কিলোমিটার পথ৷ সঙ্গে ছিল তৃণমূলের পতাকা এবং প্রার্থীকে ভোটদানের আবেদন সম্বলিত ব্যানার৷ নাচের ফাঁকে ফাঁকেই রাস্তার আশেপাশের বাড়িগুলিতে ভিড় করে থাকা মানুষজন বিশেষত বাড়ির মেয়েদের সঙ্গে হাসিমুখে হাত মেলান, কুশল বিনিময় করেন৷ দোলের দিন তাঁর প্রচারে জনসমাগম ছিল ব্যাপক৷

নগর পরিক্রমা, নাচগানে দোল উৎসবে মাতল আনন্দধাম নবদ্বীপ

বারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীও নেমে পড়েছেন প্রচারে৷ বেলার দিকে নৈহাটি এলাকায় বিভিন্ন জায়গায় রং মেখে, রং মাখিয়ে প্রচার করলেন৷ রঙের উৎসব, নাচগান তো একটু হবেই৷ তাই এদিন তৃণমূল প্রার্থীর সঙ্গে পা মেলানো নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ঢোলে তুললেন তাল৷ প্রার্থী-সহ সঙ্গীরাও তখন কিছুটা সেলিব্রেশনের মুডে৷ প্রচার পথে মানুষের সঙ্গে কথাবার্তা সারলেন প্রার্থী দীনেশ ত্রিবেদী৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement