Advertisement
Advertisement

Breaking News

বিজেপি

কলেজে মাদক সেবন! প্রতিবাদ করায় মাথা ফাটল এবিভিপি নেতার

মাদক সেবনের প্রতিবাদ করায় এবিভিপি নেতাকে মারধর করে টিএমসিপি সমর্থকরা।

AVBP leader allegedly beaten up by TMCP supporters
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 14, 2019 3:36 pm
  • Updated:November 14, 2019 3:36 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: কলেজ ক্যাম্পাসে মাদক সেবনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ধনেখালির শরৎ সেন্টেনারি কলেজ। এবিভিপি নেতা ও সমর্থকদের মারধরের অভিযোগ উঠল টিএমসিপির সমর্থকদের বিরুদ্ধে। ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়ে এবিভিপির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিভিপি সমর্থকরা জানান, বুধবার সন্ধে নাগাদ টিএমসিপি সমর্থকদের মদতে কলেজে ঢোকে বেশ কিছু বহিরাগত। কলেজ ক্যাম্পাসে বসে মাদক সেবন করছিল তাঁরা। বিষয়টি নজরে পড়তেই প্রতিবাদ করেন এবিভিপির সভাপতি ও সমর্থকরা। এরপরই দু’দলের মধ্যে অশান্তি শুরু হয়। তবে সাময়িকভাবে তা মিটেও যায়। কলেজ ছাড়ে টিএমসিপির সমর্থরা। অভিযোগ, কিছুক্ষণ ফের দলবল নিয়ে কলেজে যায় টিএমসিপির সমর্থকরা। সেই সময় এভিবিপির সমর্থকদের বেধড়ক মারধর করে টিএমসিপির সমর্থকরা। আক্রমণের জেরে মাথা ফাটে এবিভিপির সভাপতি অর্ধেন্দু মুখোপাধ্যায়ের।

Advertisement

[আরও পড়ুন: টিটাগড়ে রেললাইনে ফাটল, ডাউন লাইনে দেড় ঘণ্টা ব্যাহত ট্রেন চলাচল]

রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্ধেন্দুবাবুকে। সূত্রের খবর, গোটা বিষয়টি জানিয়ে এবিভিপি নেতা রাজীব ঘরামি থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও টিএমসিপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুতই অভিযুক্তরা ধরা পড়বে।

[আরও পড়ুন: দিঘার হোটেলে সিলিং থেকে ঝুলছে মায়ের দেহ, রহস্যভেদ করল চার বছরের শিশু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement