ধীমান রায়, কাটোয়া: সাতসকালে ব্যস্ত রাজ্য সড়কে খুন হয়ে গেলেন এক অটোচালক। মাঝরাস্তায় অটো থামিয়ে তাঁকে হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপ মারতে থাকে এক ডাব বিক্রেতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই অটোচালকের। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্ধারা। গণপিটুনির পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নমাথা বাসস্ট্যান্ড এলাকায় কাটোয়া-কালনা রাজ্য সড়কে। পুলিশের দাবি, ওই ডাব বিক্রেতার স্ত্রীর সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল নিহত অটোচালকের। তারজেরেই এই ঘটনা।
[অধ্যাপকের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, দেখুন ভিডিও]
নিহতের নাম সেলিম মোল্লা ওরফে খোকন। তাঁর বাড়ি পূর্বস্থলীর কেশববাটি গ্রামে। সেলিম পেশায় অটোচালক। রোজকার মতোই বুধবার সকালেও অটো নিয়ে নমাথা বাসস্ট্যান্ড এলাকায় যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই কাটোয়া-কালনা রাজ্য সড়কে অটো থামিয়ে সেলিমকে হাঁসুয়া দিয়ে কোপাতে শুরু করেন সত্যজিৎ অধিকারী নামে এক ব্যক্তি। নমাথা বাসস্ট্যান্ড এলাকাতেই ডাব বিক্রি করে সে। ঘটনাস্থলেই মারা যান সেলিম। সত্যজিৎকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় বেদম প্রহার। ঘটনার প্রতিবাদে নমাথা বাসস্ট্যান্ডে কাটোয়া-কালনা রাজ্য সড়ক অবরোধও করেন তাঁরা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।
[অ্যাকাউন্টে নেই মিনিমাম ব্যালেন্স, কন্যাশ্রী ভাতার টাকাই কাটছে ব্যাংক]
কিন্তু, সেলিমকে কেন খুন করল সত্যজিৎ? পুলিশ জানিয়েছে, ডাব বিক্রেতার স্ত্রীর বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল অটোচালকের। মাস পাঁচেক আগে দু’জনে পালিয়ে গিয়েছিলেন। গ্রামবাসীদের মধ্যস্থতায় কয়েকদিন আগে ফিরে এসেছেন অভিযুক্তের স্ত্রী। তদন্তকারীদের দাবি, সত্যজিৎ সন্দেহ করত, গোপনে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন সেলিম। তাই সেলিমকে খুন করেছে সে। যদিও ছেলের বিবাহ-বর্হিভূত সম্পর্কের কথা অস্বীকার করেছেন নিহতের বাবা আবেদ আলি মোল্লা। তাঁর দাবি, মঙ্গলবার রাতে অটো রাখা নিয়ে সেলিমের সঙ্গে সত্যজিতের বচসা হয়েছিল। সেই বচসার কারণে খুন হলেন ওই অটোচালক।
[শতবর্ষ পেরিয়েও নিরোগ! জীবনে হাসপাতালের মুখ দেখেননি শিলিগুড়ির ভীম রায়]
ছবি- জয়ন্ত দাস
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.