রঞ্জন মহাপাত্র, কাঁথি: নিয়ম ভেঙে মন্দারমণির সমুদ্র সৈকতে তৈরি হোটেলগুলির বিরুদ্ধে অভিযানে নামল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন৷ মঙ্গলবার সকালে ওই এলাকায় চারটি হোটেল ভেঙে দেওয়া হল প্রশাসনের তরফে৷ সমুদ্র সৈকতে অবৈধ হোটেল নির্মাণে স্থানীয় মন্দারমণি উপকূল থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷ ওই থানার ওসি পার্থ বিশ্বাসকে এই অভিযোগে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, এটা রুটিন বদলি৷ মন্দারমণির সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষায় সেখানে কোনওরকম নির্মাণ করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছিল হাই কোর্ট৷ সৈকতের সিআরজেড এলাকার নতুন নির্মাণের উপর প্রশাসনিক নিষেধাজ্ঞাও রয়েছে৷ দীর্ঘ কয়েক বছর ধরে ওই এলাকায় ১৪৪ ধারাও জারি করে রেখেছে প্রশাসন৷ অভিযোগ, প্রশাসনের নির্দেশকে অমান্য করেই ওই এলাকায় চারটি হোটেল গড়ে উঠেছিল৷
সোমবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রেশমি কোমল, পুলিশ সুপার অলোক রাজোরিয়া-সহ প্রশাসনের একাধিক আধিকারিক মন্দারমণি পরিদর্শনে যান৷ প্রশাসন সূত্রে খবর, তারপর রাতেই অবৈধ নির্মাণ ভাঙার বিষয়ে সিদ্ধান্ত নেয় প্রশাসন৷ জেলাশাসক রেশমি কোমল জানান, মন্দারমণিতে কয়েকটি হোটেল প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে নির্মাণ কাজ করছিল৷ আমাদের চোখে পড়ার পর তা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.