রাজ কুমার, আলিপুরদুয়ার: অনুষ্ঠান শেষে স্কুল প্রাঙ্গনে হিন্দি গানের কোমর দুলিয়ে নাচ শিক্ষিকাদের। যা নিয়ে তোলপাড় নেটদুনিয়া। ঘটনায় অসন্তুষ্ট শিক্ষা দপ্তর। আলিপুরদুয়ার জেলার সমস্ত স্কুলকে সতর্ক করে দিয়েছেন ডিআই। জেলা শিক্ষা দপ্তরের স্পষ্ট নির্দেশ, ভবিষ্যতে স্কুলের কোনও অনুষ্ঠানে শিক্ষিকারা যেন শালীনতার সীমা অতিক্রম না করেন, সেদিকে নজর রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে। এদিকে নাচের ভিডিও ভাইরাল করার প্রতিবাদে মিছিল করলেন আলিপুরদুয়ারের বারবিশা বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষিকা এবং ছাত্রীরা।
[ স্কুলে হিন্দি গানের সঙ্গে কোমর দুলিয়ে নাচ শিক্ষিকাদের, ভাইরাল ভিডিও]
ঘটনার সূত্রপাত ১৩ আগস্ট। সেদিন আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে বারবিশা বালিকা বিদ্যালয়ে নতুন গেট ও সাইকেল স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান নির্বিঘ্নেই শেষ হয়। কিন্তু, অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষিকাদের আচরণে দানা বাধে বিতর্ক। শিক্ষিকাদের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-তে স্পষ্ট দেখা যাচ্ছে, অনুষ্ঠান শেষে স্কুলে প্রাঙ্গণে খোলা জায়গায় তারস্বরে বাজছে হিন্দি সিনেমার গান। আর অশিক্ষক কর্মচারী ও ছাত্রীদের সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন বারবিশা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারাও। ঘটনায় নিন্দার ঝড় ওঠে শিক্ষামহলে। শিক্ষিকাদের আচরণে ক্ষুদ্ধ সাধারণ মানুষও। যদি বারবিশা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তপতী সরকারের দাবি, স্কুলকে বদনাম করতেই গানের দৃশ্যে ভিডিও বিকৃতি করে ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া। বস্তুত, ঘটনার প্রতিবাদে রবিবার মিছিল করেছেন বারবিশা বালিকা বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষিকা ও ছাত্রীরা। কিন্তু, ঘটনা হল, সরকারি স্কুলে শিক্ষিকাদের আচরণে অসন্তুষ্ট স্কুলশিক্ষা দপ্তর। সোমবার আলিপুরদুয়ারের সমস্ত স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছেন ডিআই। তাঁর স্পষ্ট নির্দেশ, ভবিষ্যতে স্কুলের কোনও অনুষ্ঠানে শিক্ষিকারা যেন শালীনতার সীমা অতিক্রম না করেন, সেদিকে নজর রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে। এদিকে সোশ্যাল মিডিয়া আবার বারবিশা বালিকা বিদ্যালয়ে ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
[ পাহাড়ে পর্যটনের নয়া ঠিকানার সন্ধান, দুর্গম পথে যোগাযোগ বাড়াতে উদ্যোগী জিটিএ
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.