ছবি: সুশান্ত পাল।
নন্দন দত্ত, সিউড়ি: খেলা হবে। পুতুল খেলার সঙ্গীর সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে দুই তরুণী, যদিও সম্পর্কে তাঁরা মামী-ভাগ্নি। একজন তৃণমূলের (TMC) প্রার্থী। অন্যজন বিজেপির (BJP)। জয়ী হবে কে? অপেক্ষায় গ্রামবাসী।
প্রায় পাশাপাশি ঘর। ফলে ছোট থেকেই খেলার সঙ্গী। শুধু খেলা কেন, একসঙ্গেই সব কিছু। তবে শুধু বান্ধবী নয়, রয়েছে পারিবারিক সম্পর্কও। সম্পর্কে তাঁরা মামী-ভাগ্নি। বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের ব্লকের কুণ্ডলা পঞ্চায়েতের বহড়া আসনে লড়াইয়ে মামী-ভাগ্নি। মামী তৃণমূল প্রার্থী অনিমা অঙ্কুর। ভাগ্নি সুমিতা ডোম বিজেপির প্রতীকে লড়াইয়ে। রাজনীতির লড়াইকে ব্যক্তিগত জীবনে এক বিন্দু জায়গা দিতেও রাজি নন বছর দুই তরুনী। তাঁরা জানিয়েছেন, মনোনয়ন পত্র জমা দিয়েও দু’জনে বাড়িতে বসে আড্ডা মেরেছেন, চা খেয়েছেন।
তৃণমূল প্রার্থী অনিমা জানান, বহড়া গ্রামেই তাঁর বাপেরবাড়ি ও শ্বশুরবাড়ি। ছোট থেকেই পুতুল খেলার সঙ্গী সুমিতা। দু’জনে ভোটে দাঁড়ালেও তাঁদের মধ্যে নাকি আগে রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি কখনও। কারণ, কেউই রাজনীতি তেমন বোঝেন না। আগে রোজ সকালে একসঙ্গে চা খেতেন দুজনে। বিকেলে চলত গল্প। তবে এখন ক’দিন তাদের সময় হচ্ছে না। আপাতত আড্ডার বিরতি।
দু’জনই জানান, ভোটে খেলা হবে। অনিমা জয়ী হলে মানুষের যা যা প্রয়োজন তা করবেন বলেই জানিয়েছেন। তবে সুমিতার দাবি, তিনিই জয়ী হবেন। তবে জয় পরাজয় দুটোই অনিমা আর সুমিতার কাছে আপেক্ষিক। সম্পর্কটা অটুট রাখায় বিশ্বাসী তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.