রাজ কুমার, আলিপুরদুয়ার: করোনা ভাইরাস নিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো মোটেই যথাযথ নয়। চিন ফেরত মহিলার অভিযোগের অডিও ক্লিপ ভাইরাল হতেই ড্যামেজ কন্ট্রোলে নামল আলিপুরদুয়ার প্রশাসন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা বলছেন, স্বাস্থ্য বিধি মেনেই তাঁর শারীরিক পরীক্ষা হয়েছে। উদ্বেগের কিছু নেই। তবে যুবতীর অডিওটি ভাইরাল হওয়ায়, অনেকেই তার দ্বারা প্রভাবিত হয়েছেন ইতিমধ্যে।
দিন পনেরো আগে কর্মস্থল চিন থেকে ফিরেছেন আলিপুরদুয়ারের হ্যামিলটনগঞ্জের বাসিন্দা কমল শিবা। ততদিনে করোনার আতঙ্কে রাজ্যে চালু হয়ে গিয়েছে স্বাস্থ্য পরীক্ষা। দমদম-সহ দেশের একাধিক বিমানবন্দরগুলিতে থার্মাল স্ক্রিনিং শুরু হয়েছে। অথচ অভিযোগ, কোনও বিমানবন্দরেই শিবার কোনও শারীরিক পরীক্ষা হয়নি। এই খবর পাওয়ার পর আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর ফেব্রুয়ারির ৪ তারিখ তাঁর বাড়িতে যান। কিন্তু তাঁর দেখা মেলেনি। কারণ, ততদিনে শিবার কলকাতায় চলে গেছেন। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করে স্বাস্থ্য পরীক্ষা করেছেন জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এখনও তাঁকে কোয়ারেন্টাইনে নজরদারিতে রাখা হয়েছে। তবে স্বাস্থ্য দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয় যে কমল শিবা বা তাঁর পরিবারের কারও শরীরেই করোনা ভাইরাস আক্রমণের উপসর্গ মেলেনি।
সোশ্যাল মিডিয়া মারফৎ এই খবর পেয়ে একটি অডিও ক্লিপ ছেড়ে দেন লোপাদ্রিতা চট্টোপাধ্যায় নামে এক যুবতী। সেখানে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। রাজ্য স্বাস্থ্য পরিকাঠামো নিয়েই অডিও বার্তায় প্রশ্ন তোলেন ওই যুবতী। আর সেই অডিও ক্লিপ এখন ভাইরাল। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পালটা ভিডিও বার্তা দেন আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা। ভিডিও বার্তায় তিনি বলেন, “আমরা ওই ব্যক্তি ও তাঁর পরিবারের লোকেদের পরীক্ষা করছি। চিনের যেখানে এই করোনা ভাইরাস মহামারীর আকার নিয়েছে, সেখান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে এই ব্যক্তি কাজ করতেন। ফলে এই ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। কেউ অযথা এই বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়াবেন না। যারা এই বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এখন কমল শিবা ও তাঁর পরিবারের প্রত্যেক সদস্যকে প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করছেন আলিপুরদুয়ার জেলার স্বাস্থ্য আধিকারিকরা। তবে এখনও তাঁদের কারও শরীরেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ পাওয়া যায়নি। তবে লোপাদৃতা চট্টোপাধ্যায়ের অডিও বার্তায় সাধারণ মানুষ আতঙ্কিত, সচেতনও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.