রাজা দাস, বালুরঘাট: বিজেপিতে যোগ দিয়ে বাড়ি ফিরতেই হামলার মুখে পড়লেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য গৌরী মালি৷অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হিলির বাসিন্দা, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের এক সদস্যের বাড়িতে দিন পাঁচেক আগে একইভাবে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার দলবদলকারী সদস্যদের অভিযোগ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের কারণেই বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে তাঁদের৷ ঘটনার প্রতিবাদে সরব গেরুয়া শিবির৷
জানা গেছে, বিজেপিতে যোগদান করে বুধবার দিল্লি থেকে হিলিতে ফেরেন দিনাজপুর জেলা পরিষদের সদস্য গৌরী মালি। তাঁর বাড়িতেই বুধবার গভীর রাতে আচমকা দুষ্কৃতী হামলা হয় বলে অভিযোগ। প্রায় ১৫জন রাতে আগ্নেয়াস্ত্র-সহ অন্যান্য ধারাল অস্ত্রসস্ত্র নিয়ে বাড়িতে ঢোকে। ভয় দেখিয়ে ভাঙচুরের পাশাপাশি আলমারি থেকে গয়না, প্রয়োজনীয় নথি ও অন্যান্য সামগ্রী দুষ্কৃতীরা লুঠ করে চলে যায়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার, সাধারণ সম্পাদক বাপি সরকার-সহ অন্যান্য নেতা,কর্মীরা। গৌরীদেবীর পরিবারের সঙ্গে দেখা করার পর হিলি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন জেলা বিজেপি নেতৃত্ব। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি করেন বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করছে বলেই অভিযোগ।
দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শুভেন্দু সরকারের অভিযোগ, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঠিক আগের রাতেই জেলা পরিষদ সদস্যার বাড়িতে হামলা চালানো হয়। এবার দিল্লি থেকে ফিরতেই রাতের বেলা আবার গৌরী দেবীর বাড়িতে ঢুকে ভয় দেখিয়ে লুটপাট চলে৷ সব কিছু ভাঙচুর করে সোনার গয়না সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। এর নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। ভয় দেখিয়ে ফের তৃণমূলে ফিরিয়ে জেলা পরিষদ বোর্ড হতে রাখার চেষ্টা করছে তৃণমূল। পুরো বিষয়টি পুলিশকে খতিয়ে দেখার জন্য তারা হিলি থানায় গিয়েছিলেন। হিলি তৃণমূলের ব্লক সভাপতি মিহির সরকার ঘটনার কথা অস্বীকার করেন। তিনি জানান, এই ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই। কিছুই হলেই বিজেপি এখন তাদের উপর দোষ চাপায়। হিলি থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনা তারা খতিয়ে দেখছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.