Advertisement
Advertisement

Breaking News

 কাকদ্বীপে আক্রান্ত রূপা গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

ডায়মন্ডহারবারে দলীয় কর্মীকে দেখতে গিয়ে দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়লেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়৷ ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি৷ মারধর করা হয়েছে সহযোগীদেরও৷ আক্রমণে মাথা ফেটেছে রূপার৷ তাঁকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Attack on Bjp leader Roopa Ganguly
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2016 6:34 pm
  • Updated:May 22, 2016 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডায়মন্ডহারবারে দলীয় কর্মীকে দেখতে গিয়ে দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়লেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়৷ ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি৷ মারধর করা হয়েছে সহযোগীদেরও৷ আক্রমণে মাথা ফেটেছে রূপার৷ তাঁকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

ডায়মন্ডহারবারের ঈশ্বরপুর গ্রামে এক মহিলাকে বিবস্ত্র করে মাধরধরের খবর মেলে শনিবার৷ তাঁর বাবার উপর হামলা হয় বলেও জানা গিয়েছে৷ অভিযোগ, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করার ফলেই তাঁর উপর এরকম আক্রমণ করা হয়েছে৷ দুজনেই ভর্তি ছিলেন হাসপাতালে৷ দলীয় কর্মীকে দেখতেই এদিন ঈশ্বরপুর যাচ্ছিলেন রূপা৷ কর্মীদের দেখে ফেরার পথে তাঁর গাড়ির উপর চড়াও হয় একদল দুষ্কৃতী৷ গাড়ি ভাঙচুরের সময় এগিয়ে আসেন বিজেপি সমর্থকরা৷ বেশ কয়েকজন সমর্থকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ ঘটনায় মাথা ফেটেছে রূপা গঙ্গোপাধ্যায়ের৷ কোমরেও চোট পেয়েছেন তিনি৷ তাঁকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Advertisement

ভোট পরবর্তী সন্ত্রাসের চিত্র হিসেবেই এ ঘটনাকে তুলে ধরছে বিজেপি শিবির৷ তাদের অভিযোগের তির শাসকদলের দিকে৷ যদিও অভিযোগ অস্বীকার করে শাসকদলের দাবি, বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারণেই আক্রান্ত হয়েছেন রূপা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement