Advertisement
Advertisement

Breaking News

বাবুল সুপ্রিয়

বাবুল সুপ্রিয়র মিছিল থেকে হামলা, পালটা খুনের চেষ্টার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী

পঞ্চায়েত উপপ্রধানকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে৷

Attack from Babul Supriyo's rally,TMC leader has been beaten at Barabani
Published by: Sucheta Sengupta
  • Posted:April 13, 2019 9:01 am
  • Updated:April 13, 2019 9:44 am  

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র প্রচার মিছিল শেষে  রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের বারাবনি৷ শুক্রবার সন্ধে নাগাদ বারাবনি বিধানসভা কেন্দ্রের গৌরান্ডি থেকে মাজিয়াড়া গ্রাম পর্যন্ত লম্বা মিছিল করেন আসানসোলের বিজেপি প্রার্থী৷ অভিযোগ, সেই মিছিল শেষের মুখেই পঞ্চায়েতে উপপ্রধান জিতেন্দ্র কুমারের গাড়িতে হামলা চালায় বিজেপি কর্মী, সমর্থকরা৷ উপপ্রধানকে বাঁশ, রড দিয়ে মারা হয়৷ মাথায় গভীর আঘাত নিয়ে তিনি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ বিজেপি প্রার্থী বাবুলের অবশ্য পালটা অভিযোগ, তাঁকে খুনের চেষ্টা করেছিলেন উপপ্রধান জিতেন্দ্র কুমার৷

                                [ রও পড়ুন: রাজনৈতিক বিভেদ ভুলে তৃণমূলপন্থী আইনজীবীদের সঙ্গে আড্ডা আলুওয়ালিয়ার]

শুক্রবার বিকেলে বারাবনি বিধানসভা কেন্দ্রের প্রচার কর্মসূচি ছিল তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়র৷ বিকেলে গৌরান্ডি থেকে বিরাট মিছিল শুরু হয়ে পৌঁছায় মাজিয়াড়ায়৷ রাস্তার মাঝে বিজেপি প্রার্থী অবৈধ কয়লা খাদানে ঢুকে অভিযান চালান৷ হাতেনাতে ধরে ফেলেন কয়েকজনকে৷ তাঁর অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতির মদতে এভাবে অবৈধ কয়লা ব্যবসা চলছে৷ এরপর মিছিল ফের এগোতে থাকে৷ সন্ধে নাগাদ মাজিয়াড়ায় তা শেষ হয়৷ সেসময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন বারাবনি পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্র কুমার৷ তাঁর গাড়িতে তৃণমূলের পতাকা লাগানো ছিল৷ অভিযোগ, বাবুল সুপ্রিয়র মিছিল থেকে কর্মী, সমর্থকরা তাঁর গাড়ির পতাকা খুলে ফেলে, লোহার রড দিয়ে তাঁকে মারতে থাকেন৷ মাথায় গুরুতর চোট লাগে৷ রাতেই আসানসোল জেলা হাসপাতালে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং জেলা তৃণমূল সভাপতি ভি শিবদাসন৷ জিতেন্দ্র তিওয়ারি বিজেপিকে ‘কাপুরুষ’ বলেন৷ তাঁর অভিযোগ, এতজন মিলে একজনকে মারধর করা কাপুরুষের লক্ষ্ণণ৷ বাবুল সুপ্রিয় নেতৃত্বে এমন ঘটনা ঘটেছে৷ এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে৷

Advertisement

                                     [ রও পড়ুন: আসানসোলে ভোটপ্রচারের ফাঁকে বেআইনি কয়লা ডিপোতে হানা বাবুলের]

অন্যদিকে, পালটা অভিযোগে সরব স্থানীয় বিজেপি নেতৃত্বও৷ তাঁদের অভিযোগ, ভোটের লড়াই থেকে নিরস্ত করতে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে খুনের চক্রান্ত করেছিল তৃণমূল৷ সূত্রের খবর, শুক্রবার বাবুলের মিছিলে হামলা হতে পারে আগে থেকেই আশঙ্কা করেছিলেন কর্মীরা৷ সেইমতো আসানসোল পুলিশের ডিসিকে জানানোও হয়েছিল৷ বারাবনি এলাকায় শুক্রবার সকাল থেকেই কিছুটা উত্তেজনা ছিল৷ বিজেপির অভিযোগ, শুক্রবার সন্ধেবেলা মাজিয়াড়ায় মিছিল শেষের মুখে দেখা যায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মিছিলের দিকে আসছেন উপপ্রধান জিতেন্দ্র সিং৷ মিছিল যত এগোয়, ততই তিনি বাবুল সুপ্রিয়র দিকে ঘেঁষার চেষ্টা করছিলেন বলে অভিযোগ৷ তাতেই বিজেপির কর্মীদের অনুমান, গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল৷ তবে তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান বলে, প্রার্থীর খুব কাছে আসার চেষ্টা বানচাল করে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা৷ তাতেই প্রাণে রক্ষা পেয়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী৷ গোটা ঘটনার নেপথ্যে পুলিশ কমিশনারের গাফিলতির অভিযোগ তুলেছেন বাবুল সুপ্রিয়৷ সবমিলিয়ে, বাবুল সুপ্রিয়র প্রচার ঘিরে বেশ উত্তপ্ত বারাবনি এলাকা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement