Advertisement
Advertisement
ATM machine

আস্ত এটিএম মেশিন ঢুকে গেল মাটির নিচে! অদ্ভুত কাণ্ড কোন্নগরে

এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ATM machine caves in at Konnagar। Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 23, 2023 5:10 pm
  • Updated:December 23, 2023 5:29 pm  

সুমন করাতি, হুগলি: দিনদুপুরে আস্ত এটিএম মেশিন ঢুকে গেল মাটির নিচে! এমনই অদ্ভুত ঘটনা ঘটল হুগলি জেলার কোন্নগর স্টেশন সংলগ্ন নবগ্রাম এলাকায়। কাণ্ড দেখে হতবাক স্থানীয়রা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঠিক কী কারণে এমনটা হল তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, নির্মাণগত কোনও সমস্যার কারণে এই কাণ্ড ঘটেছে।  

জানা গিয়েছে, শনিবার দুপুর ১টা নাগাদ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারে এই ঘটনা ঘটে। এদিন দুপুরে ওই এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে গিয়ে গ্রাহকরা হতবাক হয়ে যান। তাঁরা দেখেন এটিএম মেশিনটি নিচের দিক থেকে মেঝেতে ধসে ঢুকে গিয়েছে। টাকা ভর্তি এটিএম মেশিনের এই অবস্থা দেখে দ্রুত খবর দেওয়া হয় ব্যাঙ্কে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন ওই ব্যাঙ্কের ম্যানেজার। ঘটনাস্থলে আসেন ব্যাঙ্কের আধিকারিকরাও।

Advertisement

[আরও পড়ুন: পায়রা চুরি! নবম শ্রেণির পড়ুয়াকে পিটিয়ে খুন পূর্ব বর্ধমানে

এই বিষয়ে ওই এলাকার বাসিন্দারা জানান, এটিএম কাউন্টারটির পাশেই একটি পুকুর রয়েছে। আর এই কাউন্টার নির্মাণের সময় নিশ্চয়ই কিছু সমস্যা ছিল তাই এই ঘটনা ঘটেছে। তবে এর থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারত। আবার ডাকাতিও হতে পারত। পড়ে জেসিবি মেশিনের সাহায্যে ওই এটিএম মেশিনটিকে মাটির উপরে তোলা হয়। এবং কাউন্টারটি বন্ধ করে দেওয়া হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে।   

ব্যাঙ্ক ম্যানেজার সমিত কুমার সাউ বলেন, কীভাবে এই ঘটনা ঘটল বোঝা যাচ্ছে না। এই এটিএম কাউন্টার দীর্ঘদিন ধরে এখানে রয়েছে। আজ সকালেই গ্রাহকদের কাছে এই খবর পাই। ব্যাঙ্ক মেশিনটি উদ্ধার করেছে। কীভাবে এই ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement