প্রতীকী ছবি
সঞ্জিত ঘোষ, নদিয়া: বাইক দুর্ঘটনায় নদিয়ায় মৃত্যু হল ৬ জনের। হেলমেটবিহীন বাইকে দুর্ঘটনা ঘটেছে নদিয়ার (Nadia) কালীগঞ্জ থানা এলাকার একাধিক জায়গায়। রবিবার পর পর দুর্ঘটনায় (Accident) মৃত্যু হয়েছে তাঁদের। মৃতদের ২ জনের নাম-পরিচয় জানা যায়নি। বাকিরা নদিয়ার দেবগ্রামের বাসিন্দা। সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার চলাকালীনই দুর্ঘটনায় এতজনের মৃত্যুতে সরকারি প্রকল্পের প্রচার নিয়েই প্রশ্ন উঠছে।
বহরমপুরের (Baharampur) বিষ্ণুপুর কালীবাড়ি থেকে কালীপুজো দেখে ফেরার পথে নদিয়ার কালিগঞ্জ থানা এলাকার ধজপুকুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ডাম্পার এবং বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। সূত্রের খবর, বহরমপুর থেকে কালীপুজো (Kalipuja) দেখে ফেরার পথে নদিয়ার দেবগ্রামের তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতদের নাম আশিস সর্দার, মিন্টু সর্দার এবং সুমিত হাজরা। এদের প্রত্যেকেরই বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মৃত যুবকদের প্রত্যেকেরই বাড়ি কালীগঞ্জ থানার দেবগ্রামে। এই ঘটনায় ঘাতক ডাম্পারটিকে ধরা হয়েছে। পলাতক অভিযুক্ত চালক। একই এলাকায় তিন যুবকের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
এই দুর্ঘটনায় নিহত হাঁসখালি থানার দুজন। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। বাইক দুর্ঘটনায় মৃত আরেকজনের বাড়ি শান্তিপুরের গোবিন্দপুরে। তবে তাঁর নাম জানা যায়নি এখনও। পুলিশ দুর্ঘটনার তদন্তে নেমেছে। মৃতদের পরিবারকে খবর পাঠানো হয়েছে। অজ্ঞাতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.