Advertisement
Advertisement

Breaking News

যজ্ঞের পর গঙ্গাসাগরে বাজপেয়ীর চিতাভস্ম ভাসালেন বিজেপি নেতা রাহুল সিনহা

লোকসভা ভোটে বাজপেয়ীর ইমেজই হাতিয়ার বিজেপির৷

Atal Bihari Vajpayee’s ashes immersed in sea
Published by: Kumaresh Halder
  • Posted:August 24, 2018 5:29 pm
  • Updated:August 24, 2018 5:29 pm  

দেবব্রত মণ্ডল, আলিপুর:  সাগরসঙ্গমে ভেসে গেল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অস্থিভস্ম। শুক্রবার গঙ্গাসাগরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থিকলস ভাসিয়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা৷ তাঁর ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ নেতা-নেত্রী ও কর্মীরা।

অস্থিভস্ম বিসর্জনের আগে এদিন কপিল মুনির আশ্রমে হোম-যজ্ঞের আয়োজন করা হয়।রীতি মেনে যজ্ঞ করার পর অস্থিকলস মাথায় নিয়ে সাগরের উদ্দেশে হাঁটা শুরু করেন দিলীপ ঘোষ। সাগরের জলে বাজপেয়ীর অস্থিকলস ভাসিয়ে দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

Advertisement

[মালবাজার মডেল স্কুলে ভূতের আতঙ্ক, বাসিন্দাদের সচেতনতার পাঠ বিজ্ঞান মঞ্চের]

বিজেপির অন্দরের খবর, আসন্ন লোকসভা ভোটে সদ্য প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর ইমেজকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির।  সেই লক্ষ্যে সমস্ত  রাজ্যেই  প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর ‘অস্থিকলস যাত্রা’-র আয়োজন করেছে বিজেপি। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও।  দিন কয়েক আগেই দিল্লিতে রাজপেয়ীর অস্থিকলস দলের সমস্ত রাজ্যের সভাপতিদের হাতে তুলে  দিয়েছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।  প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অস্থিকলস বাংলায় নিয়ে আসেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।  আগামী ২৫ আগস্ট কলকাতায় বাজপেয়ীর স্মরণসভা৷ স্মরণসভায় সব দলকেই আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে৷ বিজেপির আমন্ত্রণে আদৌ কোনও রাজনৈতিক দল সাড়া দেয় কিনা, তা নিয়ে চলছে জোর জল্পনা৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, লোকসভা বাজপেয়ীর  স্মরণসভাযকে হাতিয়ার করে রাজনীতিতে সৌজন্যের বার্তা দিতে চাইছে বিজেপি৷ 

[অসতর্ক হয়ে লাইন পারাপার, যাত্রীদের মিষ্টিমুখ করিয়ে সচেতনতার বার্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement