Advertisement
Advertisement

Breaking News

At least ten students ill in lightning strikes in Hooghly

স্কুলের পাশেই বজ্রপাত, আতঙ্কে অসুস্থ কমপক্ষে ১৩ পড়ুয়া

হাসপাতালে ভর্তি অসুস্থরা।

At least ten students ill in lightning strikes in Hooghly । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 29, 2023 8:34 pm
  • Updated:September 29, 2023 9:37 pm  

সুমন করাতি, হুগলি: স্কুলের পাশেই বজ্রপাত! আতঙ্কে অসুস্থ বহু স্কুলপড়ুয়া। এই ঘটনাকে কেন্দ্র করে হুগলির হরিপালের জেজুর অঞ্চলে জোর শোরগোল। হাসপাতালে ভর্তি অসুস্থরা।

শুক্রবার দুপুরের পর হঠাৎই আকাশ কালো হয়ে আসে। শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারায় বৃষ্টি। আচমকাই হুগলির হরিপালের জেজুরের কলাছাড়া হাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় বাজ পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা। কয়েকজন অসুস্থ বোধ করতে থাকে। কারও কারও খিঁচুনি হয়। কেউ কেউ জ্ঞান হারায়। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘দারুণ কাজ করেছে’, কলকাতা ট্রাফিক পুলিশকে দরাজ সার্টিফিকেট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

প্রাথমিক চিকিৎসার পর দশজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনজন এখনও ভর্তি হাসপাতালে। হাই মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিমুন সোয়ান জানান, বারবার পড়ুয়াদের আতঙ্কিত না হওয়ার কথা বলা হয়। তা সত্ত্বেও আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা।

স্কুলের শিক্ষকেরা তড়িঘড়ি স্থানীয় প্রশাসনকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক করবী মান্না-সহ আরও অনেকেই। পড়ুয়াদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানান বিধায়ক।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: বীরভূম থেকে মুছল অনুব্রতর নাম-ছবি! আমূল বদলে গেল নানুরের দলীয় কার্যালয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement