Advertisement
Advertisement

Breaking News

Accident

তমলুকে ভয়াবহ দুর্ঘটনা, পুকুরে চারচাকা গাড়ি উলটে মৃত ৩

প্রাথমিক উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা।

At least 3 died in massive accident in Tamluk

প্রতীকী চিত্র

Published by: Subhankar Patra
  • Posted:May 29, 2024 6:22 pm
  • Updated:May 29, 2024 6:22 pm  

সৈকত মাইতি, তমলুক: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা তমলুকে। তমলুকের শ্রীরামপুর এলাকার ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। একজন আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। চারচাকা গাড়ি করে চার বন্ধু ঘুরতে যাচ্ছিলেন। সেই সময় এই দুর্ঘটনা। প্রত্যেকেই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসুদেব মাঝি (৩০), বিদ্যুৎ শাসমল (৪৬), চিত্তরঞ্জন প্রামাণিক (৪৫) ও শিবু হাজরা (২৮) একটি প্রাইভেট গাড়ি করে যাচ্ছিলেন। শ্রীরামপুর থানা এলাকায় তাঁদের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি পুকুরে উলটে যায়। শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয়রা। তাঁরাই প্রাথমিক উদ্ধারকার্য চালায়। গাড়িতে থাকা চার যাত্রীকে উদ্ধার করে, ময়না (Moyna) স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে দুইজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

[আরও পড়ুন: ‘অল আইজ অন রাফা’, সোশাল মিডিয়ায় হঠাৎ কেন ট্রেন্ডিং এমন বাক্য?]

বাকিদের দু’জনকে তাম্রলিপ্ত (Tamralipta)  সরকারি হাসপাতালে রেফার করা হয়। সেখানে মৃত হয় আরও একের। আহত শিবু হাজরা তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। গাড়ি চালকের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বাসুদেবের বাড়ি শ্রীরামপুর এলাকায়। বিদ্যুৎ শাসমল পরমানন্দপুর এলাকার বাসিন্দা। উত্তর চংরাচক এলাকায় থাকতেন চিত্তরঞ্জন প্রামাণিক। শিবু হাজরার বাড়ি মাপুর সবং এলাকায়। মৃতদের পরিবারে শোকের ছায়া। 

[আরও পড়ুন: অনুমতি দিয়েও প্রত্যাহার! ভাঙড়ের সভা বাতিলে পুলিশকে তোপ শুভেন্দুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement