Advertisement
Advertisement

Breaking News

Digha

দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনা, সরকারি বাস এবং লরির ধাক্কায় জখম অন্তত ২০

দুর্ঘটনায় জাতীয় সড়কে ব্যাপক যানজট।

At least 20 people injured as bus and lorry collide near Digha । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 5, 2023 4:41 pm
  • Updated:November 5, 2023 4:58 pm  

সৈকত মাইতি, তমলুক: দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনা। সরকারি বাস এবং লরির ধাক্কায় জখম অন্তত ২০ জন। দিঘা-মেচেদা ১১৬ বি জাতীয় সড়কের নাজিরবাজারের দুর্ঘটনা। ব্যাহত যানচলাচল।

ঘড়ির কাঁটায় তখন রবিবার বিকেল ৩টে হবে। দিঘা থেকে একটি সরকারি বাস আসছিল। তাতে যাত্রীও ছিল যথেষ্ট। দিঘা-মেচেদা ১১৬ বি জাতীয় সড়কের নাজিরবাজারের কাছে বাসটি পৌঁছনো মাত্রই অঘটন। উলটো দিক থেক আসা লরির সঙ্গে বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। তাতে বাসে থাকা কমপক্ষে ২০ জন জখম হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ও মোটেও আমার বন্ধু ছিল না’, ধোনিকে নিয়ে বিস্ফোরক যুবরাজ]

এদিকে, দুর্ঘটনার জেরে ১১৬ বি জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। তার জেরে ব্যাহত হয় যানচলাচল। উল্লেখ্য, গত বুধবারই দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। প্রাণ হারান অন্তত ৪ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা। প্রাণহানি হয়নি কারও। তবে জখম হয়েছেন অন্তত ২০ জন।

[আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ কোটির সোনা পাচারের ছক বানচাল, গ্রেপ্তার ১]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement