Advertisement
Advertisement
কচুয়ার লোকনাথ ধাম

কচুয়ায় লোকনাথ ধামে পুণ্যার্থীদের হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে জখম বহু

অভিযোগ, ভিড় সামাল দিতে প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷

At least 16 people stamped in Kachua's Loknath Temple
Published by: Sayani Sen
  • Posted:August 23, 2019 9:03 am
  • Updated:August 23, 2019 9:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কচুয়ার লোকনাথ মন্দিরে দুর্ঘটনা৷ মন্দিরের পাঁচিল ভেঙে জখম অন্তত ১৬ জন পুণ্যার্থী৷ প্রত্যেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ অসমর্থিত সূত্রের দাবি, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷

[আরও পড়ুন: হাসপাতালে প্রসূতিকে ভুল গ্রুপের রক্ত দিলেন চিকিৎসকরা! গর্ভস্থ ভ্রুণের মৃত্যু]

জন্মাষ্টমীতে প্রায় প্রতিবছরই লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান কচুয়া ধামে ভিড় জমান অগণিত ভক্ত৷ চলতি বছরেও তার অন্যথা হয়নি৷ বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু পুণ্যার্থী কচুয়ার লোকনাথ ধামে ভিড় জমান৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড় বাড়তে থাকলেও, মন্দির কর্তৃপক্ষের তরফে তা সামাল দেওয়ার কোনও বন্দোবস্ত ছিল না৷ তার উপর একে বৃষ্টি আবার অত্যাধিক ভিড় – দু’য়ের চাপে ভেঙে পড়ে মন্দির সংলগ্ন একটি পাঁচিল৷ ওই দুর্ঘটনার পরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়৷ তাতেই পদপিষ্ট হয়ে যান পুণ্যার্থীরা৷

Advertisement

পুলিশ সূত্রে খবর, পদপিষ্ট হয়ে কচুয়ার লোকনাথ ধামে অত্যন্ত ১৬ জন পুণ্যার্থী জখম হয়েছেন৷ তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ আহতদের মধ্যে বেশ কয়েকজন বসিরহাট মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তবে পাঁচজনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত চারজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা৷ যদিও পুলিশের তরফে মৃত্যুর বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি৷

[আরও পড়ুন: ফের বৃষ্টিস্নাত কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা, আগামী তিনদিন চলবে বর্ষণ]

জন্মাষ্টমীর ঠিক আগের গভীর রাত থেকেই বহু পুণ্যার্থী কচুয়ার লোকনাথ ধামে ভিড় জমান৷ লক্ষ্য ভোরবেলা জল ঢালা৷ পুণ্যার্থীদের অভিযোগ, তা সত্ত্বেও ভিড় সামাল দেওয়ার জন্য কোনও ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া হয়নি৷ প্রশাসনিক কর্তারা কচুয়ার লোকনাথ ধামে ভিড় সামাল দেওয়ার ব্যবস্থা করলে এই দুর্ঘটনা কিছুতেই ঘটত না বলেও দাবি তাঁদের৷ মন্দির কর্তৃপক্ষের তরফেও এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement