Advertisement
Advertisement

Breaking News

Birbhum

শ্রাদ্ধবাড়ির খাবার খেয়ে অসুস্থ গ্রামের পর গ্রাম, হাসপাতালে ভর্তি অন্তত ১৫০ জন

খাদ্যে বিষক্রিয়ার জেরে এই পরিস্থিতি বলে চিকিৎসকরা জানিয়েছেন।

At least 150 hospitalized in Birbhum after taking food

সিউড়ি সদ র হাসপাতালে ভর্তি আক্রান্তরা। ছবি: শান্তনু দাস

Published by: Paramita Paul
  • Posted:March 17, 2024 9:37 am
  • Updated:March 17, 2024 9:55 am  

নন্দন দত্ত, সিউড়ি: শ্রাদ্ধবাড়ির খাবার খেয়ে পেটের রোগে আক্রান্ত পাঁচ গ্রামের মানুষ। খাদ্যে বিষক্রিয়ার জেরে এই পরিস্থিতি বলে চিকিৎসকরা জানিয়েছেন। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ৫১ জন শিশু-সহ মোট ১১৮ জনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকালেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ চিকিৎসকদের একটি দল গ্রামে গিয়েছেন। হিমাদ্রি আড়ি জানান, সদরে চিকিৎসা চলছে। গ্রামে যাতে আর পেটের রোগ ছড়িয়ে না পরে তার জন্য মেডিক্যাল টিম রাখা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: এবার অনলাইনে ছুটির দরখাস্ত, সরকারি কর্মীদের জন্য বদলে গেল নিয়ম]

সাঁইথিয়া ব্লকের ধোবাজল আদিবাসী পাড়ায় শ্রাদ্ধানুষ্ঠানে এসেছিলেন আত্মীয়রা। শনিবার সন্ধ্যায় তাঁরা মুড়ি, বোঁদে, মিষ্টি খায়। রাত ১০টা থেকে বমি- পায়খানা শুরু হয়। ধোবাজল গ্রামের কাকলি কিস্কু জানান, তাঁর দিদি সরলা কিস্কুর রবিবার শ্রাদ্ধ ছিল। তার আগের দিন রীতি মেনে আশেপাশের গ্রামের অনেকেই সন্ধ্যায় মুড়ি খেতে আসে। সন্ধ্যায় সেই খাবার খেয়ে রাতে বমি-পায়খানা শুরু হয়ে যায়।

সিউড়ি সদর হাসপাতালের পাঁচ ও ছ তলায় আক্রান্তদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। সেখানে ধোবাজল ছাড়াও ভবানন্দপুর, মির্ধাপুর, পাগলডাঙ্গা, তালবোনা আদিবাসী পাড়ার শিশু-মহিলা-পুরুষেরা ভর্তি। মামনি হেমব্রম জানান, তাঁদের অনুমান বোঁদে থেকেই খাদ্যে বিষক্রিয়া হয়েছে। বাড়িতেই বোঁদে তৈরি করা হয়েছিল। হিমাদ্রি আড়ি জানান, আশঙ্কাজনক কেউ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

[আরও পড়ুন: প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি কেমন? চিনের মোকাবিলায় কতটা তৈরি ফৌজ? জানালেন সেনাপ্রধান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement