Advertisement
Advertisement

Breaking News

Tamluk Accident

মাঝরাস্তায় খেলনা গাড়ির মতো উলটে গেল বাস, তমলুকে দুর্ঘটনায় জখম ১৪

ওভারটেক করতে গিয়ে বিপত্তি, দাবি প্রত্যক্ষদর্শীদের।

At least 14 people injured in Tamluk bus accident

ছবি: রঞ্জন মাইতি

Published by: Sayani Sen
  • Posted:March 18, 2024 12:30 pm
  • Updated:March 18, 2024 2:12 pm  

সৈকত মাইতি, তমলুক: মাঝরাস্তায় খেলনা গাড়ির মতো উলটে গেল বাস। জখম কমপক্ষে ১৪ জন। মেচেদা-হলদিয়া যাওয়ার সময় অঘটন রাধামণি বাসস্ট্যান্ডের পরেই গৌরাঙ্গপুর এলাকায় উলটে যায় বাসটি। আহতরা প্রত্যেকেই ভর্তি হাসপাতালে।

সোমবার ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা ৪০ মিনিট হবে। মেচেদা থেকে হলদিয়ার দিকে যাত্রীবাহী বাসটি যাচ্ছিল। রাধামণি বাসস্ট্যান্ডের পরেই গৌরাঙ্গপুর এলাকায় বাসটি উলটে যায়। বাসের ভিতরে এদিক ওদিক ছিটকে পড়েন যাত্রীরা। কমবেশি সকলেই চোট পান। তাঁদের মধ্যে ১৪ জনের আঘাত যথেষ্ট গুরুতর। তাঁদের মধ্যে দুজন মহিলা এবং চারটি শিশুও রয়েছে। খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্সও ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলের অদূরে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সেখানে নিয়ে যাওয়া হয় আহতদের। চিকিৎসা চলছে তাঁদের।

Advertisement

[আরও পড়ুন: শুভেন্দুকে ভোট প্রচারে অনুমতি নয়! ‘খলিস্তানি’ মন্তব্যের প্রতিবাদে কমিশনে চিঠি শিখ সংগঠনের]

দুর্ঘটনাগ্রস্ত বাসের এক যাত্রীর দাবি, বাসটি যথেষ্ট দ্রুতগতিতে চলছিল। বেশ কিছুক্ষণ ধরে পিছনে থাকা বাস-সহ একাধিক গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে বাসটি। তার ফলে এই অঘটন। এই ঘটনার পর আর বাসচালকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের বিকল্প বাসের ব্যবস্থা করে গন্তব্যে পৌঁছয় পুলিশ।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: আইফোন অর্ডার করে হেনস্তার শিকার! ক্রেতাকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দিচ্ছে Flipkart]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement