Advertisement
Advertisement

Breaking News

Kanchanjungha Express

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত বেড়ে অন্তত ৮, জখম ৩০

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কার ঘটনায় ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। পুলিশের দাবি, এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। জখম হয়েছেন অন্তত ৩০ জন। দুর্ঘটনাগ্রস্ত ওই দুরপাল্লার ট্রেনটিতে বহু যাত্রী এখনও আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে। 

At lease five people killed in Kanchanjungha Express accident
Published by: Sayani Sen
  • Posted:June 17, 2024 10:51 am
  • Updated:June 17, 2024 12:19 pm  

নন্দন দত্ত: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কার ঘটনায় ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। লাইনে দাঁড়িয়ে থাকা দুরপাল্লার ট্রেনে মালগাড়ির ধাক্কার ঘটনায় হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান, এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে এক মহিলা-সহ ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জখম হয়েছেন অন্তত ৩০ জন। দুর্ঘটনাগ্রস্ত ওই দুরপাল্লার ট্রেনটিতে বহু যাত্রী এখনও আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে। 

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। গ্যাসকাটার থাকলেও আপাতত তা ব্যবহার করা হচ্ছে না। প্রাথমিকভাবে উদ্ধারকারী দলের সদস্যরাই বগি কেটে ভিতরে কেউ আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখছে। আহতদের উদ্ধার করে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেলের তরফে শিয়ালদহ, হাওড়া, গুয়াহাটি, লামডিং, কিষাণগঞ্জ, নিউ বনগাইগাঁও-সহ একাধিক স্টেশনে হেল্পডেস্ক খোলা হয়েছে।

Advertisement

নিউ জলপাইগুড়ি স্টেশনের এমার্জেন্সি নম্বর: ৯১৬২৮৭৮০১৭৫৮
হাওড়া স্টেশনের হেল্পলাইন নম্বর:
(০৩৩) ২৬৪১ ৩৬৬০
অনুসন্ধানের জন্য: (০৩৩) ২৬৪০২২৪২ 
                                    (০৩৩) ২৬৪০ ২২৪৩
শিয়ালদহ স্টেশনের হেল্পলাইন নম্বর:
(০৩৩) ২৩৫০ ৮৭৯৪
(০৩৩) ২৩৮৩ ৩৩২৬

গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর:
(০৩৬) ১২৭৩ ১৬২১
(০৩৬) ১২৭৩ ১৬২২
(০৩৬) ১২৭৩ ১৬২৩

[আরও পড়ুন: জাতীয় পুরস্কার নিতে যাওয়ার টাকা ছিল না! কোন নায়িকার স্পটবয় হয়ে দিল্লি যান মিঠুন?]

লামডিং স্টেশনের হেল্পলাইন নম্বর:
(০৩৬)৭৪২৬ ৩৯৫৮
(০৩৬)৭৪২৬ ৩৮৩১
(০৩৬)৭৪২৬ ৩১২০
(০৩৬)৭৪২৬ ৩১২৬
(০৩৬)৭৪২৬ ৩৮৫৮

কিষাণগঞ্জ স্টেশনের হেল্পডেস্ক নম্বর: ৬২৮৭৮০১৮০৫
কাটিহার স্টেশনের হেল্পডেস্ক নম্বর:
০৯০০২০৪১৯৫২
৯৭৭১৪৪১৯৫৬

এছাড়া রেলের তরফে ঘটনাস্থলে পাঠানো হয়েছে একাধিক অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির যাত্রীদের জন্য হেল্পডেস্ক খোলা হয়েছে। এলাকায় পুলিশের তরফে চলছে মাইকিং।

[আরও পড়ুন: ‘বিয়ে পাগলা বুড়ো’! পাকিস্তানে ১২ বছরের মেয়েকে বিয়ে করতে গিয়ে গ্রেপ্তার ৭২-এর বৃদ্ধ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement