নন্দন দত্ত: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কার ঘটনায় ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। লাইনে দাঁড়িয়ে থাকা দুরপাল্লার ট্রেনে মালগাড়ির ধাক্কার ঘটনায় হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান, এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে এক মহিলা-সহ ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জখম হয়েছেন অন্তত ৩০ জন। দুর্ঘটনাগ্রস্ত ওই দুরপাল্লার ট্রেনটিতে বহু যাত্রী এখনও আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে।
যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। গ্যাসকাটার থাকলেও আপাতত তা ব্যবহার করা হচ্ছে না। প্রাথমিকভাবে উদ্ধারকারী দলের সদস্যরাই বগি কেটে ভিতরে কেউ আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখছে। আহতদের উদ্ধার করে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেলের তরফে শিয়ালদহ, হাওড়া, গুয়াহাটি, লামডিং, কিষাণগঞ্জ, নিউ বনগাইগাঁও-সহ একাধিক স্টেশনে হেল্পডেস্ক খোলা হয়েছে।
নিউ জলপাইগুড়ি স্টেশনের এমার্জেন্সি নম্বর: ৯১৬২৮৭৮০১৭৫৮
হাওড়া স্টেশনের হেল্পলাইন নম্বর: (০৩৩) ২৬৪১ ৩৬৬০
অনুসন্ধানের জন্য: (০৩৩) ২৬৪০২২৪২
(০৩৩) ২৬৪০ ২২৪৩
শিয়ালদহ স্টেশনের হেল্পলাইন নম্বর:
(০৩৩) ২৩৫০ ৮৭৯৪
(০৩৩) ২৩৮৩ ৩৩২৬
গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর:
(০৩৬) ১২৭৩ ১৬২১
(০৩৬) ১২৭৩ ১৬২২
(০৩৬) ১২৭৩ ১৬২৩
লামডিং স্টেশনের হেল্পলাইন নম্বর:
(০৩৬)৭৪২৬ ৩৯৫৮
(০৩৬)৭৪২৬ ৩৮৩১
(০৩৬)৭৪২৬ ৩১২০
(০৩৬)৭৪২৬ ৩১২৬
(০৩৬)৭৪২৬ ৩৮৫৮
কিষাণগঞ্জ স্টেশনের হেল্পডেস্ক নম্বর: ৬২৮৭৮০১৮০৫
কাটিহার স্টেশনের হেল্পডেস্ক নম্বর:
০৯০০২০৪১৯৫২
৯৭৭১৪৪১৯৫৬
এছাড়া রেলের তরফে ঘটনাস্থলে পাঠানো হয়েছে একাধিক অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির যাত্রীদের জন্য হেল্পডেস্ক খোলা হয়েছে। এলাকায় পুলিশের তরফে চলছে মাইকিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.