Advertisement
Advertisement
WB Assembly Polls 2021

বিজেপির তারকা প্রার্থী পার্ণো মিত্রকে ঘিরে বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগান, বরানগরে ধুন্ধুমার

তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ পার্ণোর।

Assembly Polls 2021: TMC workers stages protest against BJP candidate Parno Mittra at Baranagar | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 17, 2021 1:57 pm
  • Updated:June 13, 2022 3:50 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত: রাজ্যের ভোট (WB Assembly Polls 2021) পঞ্চমীতে ধুন্ধুমার আলমবাজার এলাকায়। বরানগরে বিজেপির তারকা প্রার্থী পার্ণো মিত্রকে (BJP candidate Parno Mittra) ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। উঠল ‘গো ব্যাক’ স্লোগানও। বিজেপি প্রার্থীর অভিযোগ, “সংশ্লিষ্ট বুথে ছাপ্পা ভোট করাচ্ছিল তৃণমূল। খবর পেয়েই ছুটে এসেছিলাম। তাই তৃণমূল কর্মীরা আমাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।” পরিস্থিতি সামাল দিতে রীতিমতো লাঠিচার্জ করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

শনিবার রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। এদিন সকাল থেকেই বরানগরের বিভিন্ন বুথে যাচ্ছেন পার্ণো। তেমনই দুপুরের বরানগরের ৭ নম্বর ওয়ার্ডে ৭৮ নম্বর বুথে ছাপ্পা হচ্ছে শুনে ছুটে আসেন বিজেপি প্রার্থী। সেইসময় তৃণমূল কর্মীরা তাঁকে ধাক্কা দেয় অভিযোগ। তাঁর গাড়িতেও ধাক্কাধাক্কি করা হয়। শেষে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Advertisement

[আরও পড়ুন : ‘চার দফা ভোটদান, তৃণমূল খানখান’, আসানসোল থেকে ফের তৃণমূল বিদায়ের ডাক মোদির]

অপরদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী বহিরাগতদের নিয়ে ঘুরে বেরাচ্ছেন। তিনি আলমবাজারের বুথ আসতেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। দু’পক্ষের মধ্যে বচসার জেরে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

 

এই ঘটনায় বিজেপি প্রার্থী পার্ণো মিত্রের অভিযোগ, “ভোটারদের প্রভাবিত করা ও ছাপ্পা ভোটের খবর পেয়ে বুথে এসেছিলাম। এখানে আসার পর অশান্তি পাকায় তৃণমূল কর্মীরা। আমাকে বুথে ঢুকতে আটকানো হয়।” যদিও তৃণমূলের প্রার্থী তাপস রায়ের পালটা দাবি, “১৮টি গাড়ি নিয়ে ঘুরছেন বিজেপির তারকা প্রার্থী। এতগুলো গাড়ি নিয়ে ঘোরার অনুমতি কি আদৌ আছে? বিজেপি প্রার্থীকে কোথাও আটকানো হয়নি।” বরং তৃণমূল প্রার্থীর দাবি, “কেন্দ্রীয় বাহিনী তাদের কর্মীদের ওপর লাঠি চালিয়েছে। লাঠির ঘায়ে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন।”

[আরও পড়ুন : ‘সিআইডি তদন্তের নির্দেশ দেব, কাউকে ছাড়ব না’, অডিও ক্লিপ ফাঁস নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement