Advertisement
Advertisement
Assembly Polls 2021

বিজেপি প্রার্থীর গাড়িতে ব্যাপক ভাঙচুর-ইটবৃষ্টি, কেশপুরে ধুন্ধুমার

প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

Assembly Polls 2021 : BJP candidate allegedly attacked by tmc in Keshpur | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 1, 2021 12:48 pm
  • Updated:April 1, 2021 1:05 pm  

সম্যক খান, মেদিনীপুর: দ্বিতীয় দফা নির্বাচনে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) কেশপুর। বিজেপি প্রার্থীর গাড়িতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত হয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরাও। কাঠগড়ায় তৃণমূল।

জানা গিয়েছে, কেশপুরের গুনহারা গ্রামের একাধিক বুথে ছাপ্পা ভোট হচ্ছে খবর পেয়ে ওই এলাকায় যান বিজেপি প্রার্থী (BJP candidate) প্রীতিশরঞ্জন কুঁয়াড়। অভিযোগ, গ্রামে ঢুকেই আক্রান্ত হন তিনি। তাঁর গাড়ি দেখতে পাওয়া মাত্রই লাঠি, বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে তে়ড়ে আসে একদল দুষ্কৃতী। ব্যাপক ভাঙচুর চালানো হয় গাড়িতে। প্রার্থীর গাড়ি লক্ষ্য করে অনবরত ইটবৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। সেখানে সংবাদমাধ্যমের গাড়ি থাকায় তাতেও হামলা চালায় অভিযুক্তরা।তবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলেও কোনও পুলিশ আধিকারিক বা কেন্দ্রীয় বাহিনী নজরে পড়েনি। 

Advertisement

Assembly Polls 2021 : BJP candidate allegedly attacked by tmc in Keshpur

[আরও পড়ুন: চণ্ডীপুরে সোহমকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান বিজেপি সমর্থকদের, ক্ষোভ প্রকাশ তারকার]

বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কুঁয়াড় বলেন, “কেশপুরের (Keshpur) এই গুনহারা গ্রামে সকাল থেকেই ছাপ্পা ভোট হচ্ছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছাপ্পা ভোট করাচ্ছে। খবর পেয়ে গ্রামে গিয়েছিলাম। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায়। গাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছোঁড়া হয়।” ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন কেশপুরের বিজেপি প্রার্থী। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তৃণমূলের।

[আরও পড়ুন: তুমুল ‘জয় শ্রীরাম’ ধ্বনির মধ্যে সাতসকালে নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement