করিমপুর, কালিয়াগঞ্জ এবং খড়গপুর (সদর) – তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত। একটি আসনও ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। ইতিহাস গড়ে প্রথমবারের মতো কালিয়াগঞ্জ এবং খড়গপুর (সদর) কেন্দ্র নিজেদের দখলে নিল তৃণমূল। মহুয়া মৈত্রর ক্যারিশ্মায় এবারও করিমপুর কেন্দ্র রইল শাসকদলের দখলে।
দুপুর ৩.৪৯: ষোড়শ রাউন্ড গণনা শেষে করিমপুরের জয়ী তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহরায়ের ভোটের ব্যবধান ২৪ হাজারেরও বেশি। যা গতবারের তুলনায় প্রায় দেড় গুণ।
দুপুর ৩.১০: করিমপুরে জয়ী তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহরায়।
দুপুর ২.৫০: ত্রয়োদশ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহরায় এগিয়ে ২৩৭৮৭ ভোটে।
দুুপুর ২.৩৭: ‘শাসকদল সন্ত্রাস করে উপনির্বাচনে জিতেছে’, ফলাফল নিয়ে প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
দুপুর ২.১০: করিমপুরে ১২ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী ২০৭৩৭ ভোটে এগিয়ে।
দুপুর ১.৪৬: দশম রাউন্ড শেষে করিমপুরের তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহরায় ২৩৮০২ ভোটে এগিয়ে।
দুপুর ১.৪০: তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইস্যু হয়েছে এনআরসি। খড়গপুর (সদর) কেন্দ্রে প্রার্থী নির্বাচন ঠিক হয়নি। এমনই মনে করছে বিজেপি রাজ্য নেতৃত্ব।
দুপুর ১.২৩: উপনির্বাচনের ফলে খুশি, জানালেন মমতার নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর।
দুপুর ১.১৬: দলের ফলাফল নিয়ে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয় মা-মাটি-মানুষকে উৎসর্গ করলেন তৃণমূল সুপ্রিমো।
দুপুর ১.০৬: কালিয়াগঞ্জে প্রার্থীদের প্রাপ্ত ভোট –
তপনদেব সিনহা (তৃণমূল) – ৯৭০৭৯
কমলচন্দ্র সরকার (বিজেপি) – ৯৪৬৭৬
ধীতশ্রী রায় (কং-সিপিএম) – ১৮৮০৯
দুপুর ১.০৩: অষ্টম রাউন্ড শেষে করিমপুরে ২২৩৯৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহরায়।
দুপুর ১২.৫২: খড়গপুর (সদর) কেন্দ্রে ২০,৮১১ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
দুপুর ১২.৪৯: করিমপুরে বিজেপি পিছিয়ে গেল তৃতীয় স্থানে।
দুপুর ১২.৪২: কালিয়াগঞ্জে হার স্বীকার করলেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। বললেন, ‘হার থেকে শিক্ষা নেব। ২০২১-এর লড়াইয়ে কোনও খামতি থাকবে না।’
দুপুর ১২.২৫: সপ্তম রাউন্ড শেষে করিমপুরে তৃণমূলের প্রার্থী এগিয়ে ২৩৩৬০ ভোটে।
দুপুর ১২.১৪: করিমপুরে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহরায়ের ভোটের ব্যবধান কমে ২৫০০০।
দুপুর ১২.১০: খড়গপুর (সদর) কেন্দ্রে ১৩ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার এগিয়ে ১৭৩০৪ ভোটে।
দুপুর ১২: করিমপুরে দ্বিতীয় স্থানে বিজেপি, তৃতীয় স্থানে সিপিএম।
সকাল ১১.৫০: করিমপুরে ২৮১০২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহরায়।
সকাল ১১.৪০: জয়ের কৃতিত্ব ভোটারদের দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘বাংলায় অহংকারের জায়গা নেই। বিজেপি অকারণে নিজেদের ক্ষমতা প্রদর্শন করছিল, বাংলাকে ক্রমাগত অপমান করছিল। ঔদ্ধত্যের ফল পেয়েছে বিজেপি। এই প্রথম আমরা কালিয়াগঞ্জে জয় পেলাম।’
সকাল ১১.৩৭: খড়গপুর (সদর) কেন্দ্রে ১৬১৭৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।
সকাল ১১.৩০: কালিয়াগঞ্জে ২৩০৪ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী তপনদেব সিনহা। এই প্রথম কালিয়াগঞ্জের গড় দখলে এল রাজ্যের শাসকদলের।
সকাল ১১. ১৫: নবম রাউন্ড শেষে খড়গপুর (সদর) কেন্দ্রে ১৩১৪২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
সকাল ১১.০৭: অষ্টম রাউন্ড শেষে কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী এগিয়ে ২১৮৫ ভোটে।
সকাল ১১. ০২: করিমপুর কেন্দ্রে ২৭৭৫১ ভোটে এগিয়ে তৃণমূলের বিমলেন্দু সিংহরায়। সকাল ১০.৫৪: লড়াইয়ের মোড় ঘুরল কালিয়াগঞ্জে। সপ্তম রাউন্ড শেষে ৩২০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী তপনদেব সিনহা।
সকাল ১০.৪০: কালিয়াগঞ্জে সময়ের সঙ্গে সঙ্গে ভোটের ব্যবধান কমছে বিজেপি প্রার্থীর। ষষ্ঠ রাউন্ড শেষে মাত্র ৮২৪ ভোটে এগিয়ে কমলচন্দ্র সরকার।
সকাল ১০.২২: খড়গপুর ( সদর) কেন্দ্রে সপ্তম রাউন্ড শেষে ১১৮৯৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
সকাল ১০.১৯: চতুর্থ রাউন্ড গণনা শেষে ২৩৫৮৬ ভোটে এগিয়ে করিমপুরের তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহরায়।
সকাল ১০.১১: কালিয়াগঞ্জে চতুর্থ রাউন্ড গণনার পর ৫০১৩ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার।
সকাল ১০.০৮: পঞ্চম রাউন্ড গণনা শেষে ৫৫৫২ ভোটে খড়গপুর (সদর) কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী।
সকাল ১০: খড়গপুর (সদর) কেন্দ্রে লড়াইয়ে ফিরলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। জোট, বিজেপিকে পিছনে ফেলে ৫৮৪২ ভোটে এগিয়ে তিনি।
সকাল ৯.৫২: তৃতীয় রাউন্ড গণনা শেষে ১৪৯২২ ভোটে করিমপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহরায়।
সকাল ৯.৫০: চতুর্থ রাউন্ড শেষে খড়গপুর (সদর) কেন্দ্রে ৯১৫ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী।
সকাল ৯.৩০: কালিয়াগঞ্জে তৃতীয় রাউন্ড গণনা শেষে ১৮৯৩ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার।
সকাল ৯.২৪: তৃতীয় রাউন্ড গণনার পর খড়গপুর (সদর) কেন্দ্রে ২১১৫ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা।
সকাল ৯.১৮: তিন কেন্দ্রে তৃতীয় রাউন্ডের গণনা শুরু।
সকাল ৯.১০: নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, করিমপুরে তৃণমূল প্রার্থী ৬হাজারেরও বেশি ভোটে এগিয়ে।
সকাল ৮.৫৫: করিমপুরে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহরায়।
সকাল ৮.৪০: প্রথম রাউন্ড গণনা শেষে খড়গপুর (সদরে) এগিয়ে কংগ্রেস-বাম জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল। ৯৮০ ভোটে এগিয়ে তিনি।
সকাল ৮.৩৫: পোস্টাল ব্যালট গণনায় কালিয়াগঞ্জ, করিমপুর, খড়গপুর (সদর) – এই তিন কেন্দ্রেই এগিয়ে বিজেপি।
সকাল ৮.৩০: প্রথম রাউন্ড শেষে কালিয়াগঞ্জে ১৬০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার।
সকাল ৮.০৫: করিমপুরে শুরু পোস্টাল ব্যালট গণনা।
সকাল ৮: কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে গণনা শুরু।
সকাল ৭.৪৫: গণনাকেন্দ্রের সামনে হাজির ভোটকর্মীরা। স্ট্রং রুম ঘিরে কড়া নিরাপত্তা। মোতায়েন কেন্দ্রীয় বাহিনীও।
সকাল ৭.৪০: তিন বিধানসভা আসনে উপনির্বাচনে ফলপ্রকাশের তোড়জোড়। শাসকদল তৃণমূলের সঙ্গে কড়া টক্কর বিজেপির। দুই শিবিরই ৩টি আসন নিজেদের দখলে নিতে মরিয়া। আরও একবার নিজেদের শক্তিপরীক্ষার সুযোগ বাম-কংগ্রেস জোটের।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.