Advertisement
Advertisement

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে নিষিদ্ধপল্লিতে বিক্রি, ফেরার অভিযুক্ত

পুলিশের তৎপরতায় উদ্ধার ওই যুবতী৷

Assam girl rescued in Siliguri
Published by: Tanujit Das
  • Posted:December 31, 2018 5:29 pm
  • Updated:December 31, 2018 5:29 pm  

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় শিলিগুড়ির খালপাড়ার নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার হল এক যুবতী৷ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে ওই এলাকায় অভিযান চালায় মেট্রোপলিটন থানার পুলিশ৷ স্থানীয়দের সহায়তায় নিষিদ্ধপল্লির একটি বন্ধ ঘর থেকে অসমের ওই যুবতীকে উদ্ধার করা হয়৷ অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবক তাকে শিলিগুড়িতে নিয়ে আসে৷  পরে তাকে নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দেওয়া হয় বলেও অভিযোগ৷ ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ৷ খবর দেওয়া হয়েছে যুবতীর বাড়ির লোকদেরও৷

[ঘন কুয়াশার জেরে খাদে পড়ল গাড়ি, আহত ড্রাইভার]

Advertisement

পুলিশ জানিয়েছে, খালপাড়ার নিষিদ্ধপল্লির একটি ঘরে জোর করে আটকে রাখা হয়েছিল ওই যুবতীকে৷ যদিও স্থানীয়দের দাবি, নিজের ইচ্ছাতেই ওই যুবতী নিষিদ্ধপল্লিতে এসেছিলেন৷ পুলিশকে দেওয়া বয়ানে ওই যুবতী জানিয়েছেন, তিনি আসলে অসমের বাসিন্দা৷ সেখানকার এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ ওই যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল৷ যুবকের কথা মতোই তার সঙ্গে শিলিগুড়িতে চলে আসেন যুবতী৷ তাঁর অভিযোগ, দু’দিন আগে তাঁকে ওই নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দিয়ে চলে যায় অভিযুক্ত যুবক৷

[জঙ্গলে উদ্ধার মা-মেয়ের দেহ, আত্মহত্যা অনুমান পুলিশের]

পুলিশ জানিয়েছে, যুবতীকে উদ্ধার করে খালপাড়া আউটপোস্টে নিয়ে আসেন তাঁরা৷ যুবতীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের খোঁজ শুরু করেছে মেট্রোপলিটন থানার পুলিশ৷ যোগাযোগ করা হচ্ছে অসম পুলিশের সঙ্গেও৷ খবর দেওয়া হয়েছে যুবতীর পরিবারকে৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement