অর্ণব দাস, বারাসত: র্যাগিংয়ের (Ragging)) অভিযোগে এবার সরগরম উত্তর ২৪ পরগনার একটি কলেজ। এসএফআই (SFI) সদস্যকে কলেজের ইউনিয়ন রুমে ডেকে মারধরের অভিযোগ উঠল কয়েকজন ছাত্রনেতার বিরুদ্ধে। তাঁকে বাঁচাতে গিয়ে আরও একজন প্রহৃত হয়েছেন। ঘটনায় তীব্র উত্তেজনা ওই কলেজে। এ নিয়ে বাগযুদ্ধে জড়িয়েছে এসএফআই, টিএমসিপি।
অশোকনগরের (Ashoknagar)নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়। দ্বিতীয় বর্ষের ছাত্র অভিনন্দন মুখোপাধ্যায়। এসএফআইয়ের সদস্য হিসেবে তাঁর পরিচিতি। বৃহস্পতিবার অভিনন্দন কলেজে গিয়েছিলেন অফিসের কিছু কাজের জন্য। অভিযোগ, সেখান থেকে তাঁকে কলেজের ইউনিয়ন রুমে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়। ফেসবুক থেকে এসএফআই সংক্রান্ত যাবতীয় পোস্ট মুছে ফেলার জন্য চাপ দেওয়া হয়। পরীক্ষায় বসতে না দেওয়ার হুমকিও দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সদস্যদের বিরুদ্ধে এফআইআর করবেন বলে জানিয়েছেন আক্রান্ত।
উত্তর ২৪ পরগনার এসএফআই জেলা সম্পাদক আকাশ করের বক্তব্য, ”সবাই র্যাগিংয়ের এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি। এসএফআই করার অপরাধে বাবার বয়সি নেতারা যেভাবে একজন ছাত্রকে মারধর করল,এই অসভ্যতা মেনে নেওয়া যায় না। এর শেষ দেখে ছাড়ব। ” এ বিষয়ে সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সোহম পাল বলেন, ”মারধরের অভিযোগ মিথ্যা। তবে কী ঘটনা ঘটেছে তা খোঁজ নিয়ে দেখতে হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.